বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে স্পীডব্রেকার, স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগ, গোল চত্তর ও যাত্রী চাউনী নির্মাণের দাবিতে আজ শনিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্বনাথের জনমঙ্গল-রশিদপুর সমাজ কল্যাণ সংস্থা ও বৃহত্তর রশিদপুর এলাকাবাসির ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সকাল ১১ টায় অই মানববন্ধন অনুষ্টিত হয়।
জনমঙ্গল-রশিদপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাহিবুর রহমান সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলীর পরিচালনায় মানববন্ধন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জনমঙ্গল-রশিদপুর সমাজ কল্যাণ সংস্থার পৃষ্টপোষক শেখ মো. আজাদ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, বিশ্বনাথ বার্তা সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সংগঠক আনছার আলী, ইউ/পি সদস্য আব্দুল মোমিন মামুন মেম্বার, সংগঠক শেখ ফজর রহমান, হাবিবুর রহমান হাবিব, আসাদুজামান নূর আসাদ, শেখ কাউসার আলী, মোসাঈদ আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী শেখ মো. মনির মিয়া, ইজার আলী মেম্বার, হাজি চমক আলী, গাজিউর রহমান, শেখ সাহিদুর রহমান, মুজিবুর রহমান বাছন, আনোয়ার আলী, আব্দুল মতিন, সংগঠক সেলিম আহমদ, মাহবুব আহমদ জুবেল, আব্দুল হান্নান, ইমাদউদ্দিন দয়াল, ডাক্তার বিভাংশু গুণ বিভু, ডাক্তার রফিকুল আলম ইকবাল, তানিমুল ইসলাম, কাওছার আহমদ, হোসাইন আহমদ প্রবেল, মহিউদ্দিন আহমদ, মাহবুব আহমদ, জুবেল, আব্দুল হান্নান সুহেল, সিতাব আলী, ফজলুর রহমান শিপন, শাহিন আহমদ, জাহেদ আহমদ, রিপন আহমদ, রিয়াজউদ্দিন, মোতাহির আলী, শামীম আহমদ, রেদুয়ান আহমদ, নূরুল ইসলাম মুবিন, মুহিবউদ্দিন, সুজেদ, শিমুল মিয়া, শাহেদ আহমদ, আবুল কালাম, সাজ্জাদুর রহমান, আব্দুল বাছিত, জমির আহমদ, ফখরুল ইসলাম, গিয়াস সানি, শামীম মিয়া, ফয়ছল আহমদ, আব্দুল খালিক, পারভেজ আহমদ, আব্দুস সালাম, মান্না, আহমদ, সুলতান আহমদ, সালেহ আহমদ, আফিয়ান আলী, শাহজাহান মিয়া, রাজন মিয়া, শেখ সুমন আহমদ, মিজান আলী, আক্তার হোসেন, আফছর আলী, লুৎফুর রহমানসহ বিপুল সংখ্যক লোকজন।
সভায় বক্তারা বলেছেন, সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে স্পীডব্রেকার না থাকায় ঘন ঘন সড়ক দূর্ঘটনা ঘটছে। এতে অকালে ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ, খালি হচ্ছে অনেক মায়ের বুক। অকালে ঝরে যাওয়া মানুষের কথা চিন্তা করে দ্রুত রশিদপুরে স্পীডব্রেকার ও স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগের দাবি জানান সরকারের কাছে।
এদিকে গত ৩০ অক্টোবর রশিদপুরে স্পীডব্রেকার, গোল চত্তর ও যাত্রী চাউনী নির্মাণের দাবি জানিয়ে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বরাবরে একটি লিখিত আবেদ করেছেন স্থানীয় এলাকাবাসি।
Sharing is caring!