সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ফুঁ দিয়ে উড়িয়ে দেয়ার কথা চিন্তা করা একেবারেই অবান্তর হিসেবে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুকে কোন ভাবেই মুছে ফেলা যাবে না।’
বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করার ব্যাপারে নৌমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ‘আপনি দেখে আসেন এবং এটার ব্যাপারে কর্মসূচি গ্রহণ করেন।’ এ ব্যাপারে আপনারা সমন্বিত কর্মসূচি গ্রহণ করবেন এবং আমি বিশ্বাস করি আপনাদের সিদ্ধান্ত বাস্তবায়নে যে বরাদ্দ প্রয়োজন এর জন্য প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
নৌমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার কাছে কোন সময় এদেশের মানুষ নিরাপদ নয়। খালেদা জিয়া যখন দায়িত্বে এসেছিল তখন গার্মেন্টস শ্রমিক ও শ্রমজীবী মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল।
নদী থেকে বালু উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন, এক ধরণের মেশিন আছে যা দিয়ে নদী থেকে বালু উত্তোলন করলে নদীর পাড় ভেঙে পড়ে। আমি জেলা প্রশাসককে বলছি যাতে কোনভাবেই এ ধরণের ড্রেজিং মেশিন কোন নদীতে ব্যবহার না করা হয়। যদি বালুর প্রয়োজন হয়, তবে বিআইডব্লিউটিএ সার্ভে করে কোন নদীর কোন অংশ থেকে কতটুকু বালু উত্তোলন করতে পারবে তা নির্দিষ্ট করে দিবে।
সকাল সাড়ে ১১টায় উপজেলার নলজুড়ি ডাক বাংলোতে জাতীয় নদী রক্ষা কমিশন ও সিলেট জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজনে সিলেট জেলাধীন জাফলং ও তামাবিল এলাকার নদ-নদী দখল, পানি ও পরিবেশ দূষণ প্রতিরোধে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে শনিবার সকালে সিলেট পৌঁছে মন্ত্রী গোয়াইনঘাটের জাফলং এর পিয়াইন নদী পরিদর্শন করেন।
শেখ হাসিনার নেতৃত্বে এদেশের শিক্ষা, খাদ্য, বস্ত্রসহ স্বয়ং-সম্পূর্ণভাবে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “শেখ হাসিনার সরকার ইতিমধ্যে দেশে ২১ মেট্রিক টন খাদ্য উৎপাদন করছে। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশকে দারিদ্র্যতার দিক দিয়ে মুছে ফেলা হবে। এ সরকার যদি পুনরায় ক্ষমতায় থাকে তাহলে এদেশ জঙ্গি মুক্ত হবে”।
শাহজাহান খান বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি এবং জামাত মিলে দেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা কথায় কথায় হরতাল ডাকেন, মানুষ মারেন, গাড়ি পোড়ান। তারা ক্ষমতায় থাকাকালে দেশের পতাকা জ্বালিয়েছে, শহীদ মিনার ভেঙ্গেছে।
আগাম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনা সব সময় শ্রমজীবী মানুষের পক্ষে লড়ছেন। জাতির পিতা বঙ্গবন্ধুও শ্রমজীবীর পক্ষে কথা বলে গেছেন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।
সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত, সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, সিলেটের কৃষি অধিদপ্তরের পরিচালক আবুল হোসেন, সিলেটের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আলতাফ হোসেন, সিলেটের মৎস্য কর্মকর্তা সুলতান আহমেদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ বেলা’র সিলেটের সমন্বয়কারী শাহ শাহেদা খাতুন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd