এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ মোটরসাইকেলের বিভিন্ন ধরনের অংশ বিশেষ ও দুটি চোরাই মোটারসাইকেল উদ্ধার করে। চোরাই মোটরসাইকেলের মধ্যে রয়েছে একটি ১৫০ সিসির এফজেটএস ও ১২৫ সিসির একটি ডিসকভার।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ভোরে পুলিশ এ অভিযান পরিচালনা করে। এরপর ওইদিনই দুপুরে পুলিশ গ্রেফতারকৃতদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
কারাগারে প্রেরণকৃতরা হচ্ছে- শংকর পুরকায়স্থ, মাহমুদুল হাসান সোহান, রুম্মান আহমদ মনা, আবুল কালাম ও ছালেহ আহমদ।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন জানান, শাহপরাণ থানা পুলিশের একটি দল কোতোয়ালি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের ৫সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি জানান, গ্রেফতারকৃতদের অন্যান্য সহযোগীদের বিষয়ে তথ্য জানতে পুলিশ তাদেরকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।