সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এম. শামীম আহমদ :: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আদেশ অনুযায়ী সিলেটে মেলা হবে, তা অক্টোবরে। সিলেট চেম্বার অব কমার্সের তত্ত্বাবধানে অক্টোবর মাসেই আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে।
কিন্তু অর্থমন্ত্রীর এ আদেশকে অমান্য করে সিলেটে মেলার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সিলেট শহরতলীর বটেশ্বর এলাকায় অন্ধ প্রতিবন্ধি শিল্প পণ্য মেলার নামে চলছে এমন আয়োজন। অথচ জেলা প্রশাসক নুমেরি জামান জানিয়েছেন, সিলেটে কোনো মেলা করার অনুমতি দেননি তিনি। মেলার আয়োজন করা নিয়ে নিজেই প্রশ্ন তুলেন তিনি।
এদিকে ১৩ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ এমপিকে প্রদত্ত এক চিঠিতে উল্লেখ করেন, সিলেটে ২০১৮ সালের বাণিজ্য মেলার সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে। বাণিজ্য মেলা হবে বছরে একটি। অক্টোবরে মেলাটি আয়োজন করবে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি। যার অনুলিপি বাণিজ্যমন্ত্রণালয়ের সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেটের জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিকে প্রদান করা হয়।
কিন্তু অর্থমন্ত্রীর মহামান্য এ আদেশকে অবজ্ঞা করে চট্টগ্রাম থেকে এসে অন্ধ কল্যাণ সংস্থার নামে সিলেট শহরতলীর বটেশ্বরে মেলার প্রস্তুতি নিচ্ছে মেলা বাবলু খ্যাত মঈন খান বাবলু। গত ৩০ আগস্ট থেকে চলে আসছে মেলাঙ্গনে প্যাভিলিয়ন তৈরীর কাজ। জেলা প্রশাসনের অনুমোদন না পাওয়ার পরও মেলার আয়োজন করা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
প্রতিবন্ধি শিল্প পণ্য মেলার নামে হতদরিদ্রদের চিকিৎসার নাম ভাঙ্গিয়ে মেলায় নামে এমন আয়োজন হতবাক করেছে মানুষকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেটে বিভিন্ন সময় মেলার নামে জুয়া খেলার আয়োজক আলোচিত মঈন খান বাবলু মেলার তত্বাবধানে রয়েছেন। আর অন্ধকল্যাণ সোসাইটির চেয়ারম্যান এম এ মোশাররফ প্রশাসনের নির্দেশনা উপক্ষো করে পুরোদমে মেলার প্রস্তুতি চলছে জানিয়ে সংবাদে বিজ্ঞপ্তিও পাঠান।
এ ব্যাপারে অন্ধ কল্যাণ সোসাইটির চেয়ারম্যান এম. এ মোশাররফ বলেন, মন্ত্রনালয়ে আমরা দরখাস্ত দিয়েছি। সেই দরখাস্ত জেলা প্রশাসনের কাছে বিবেচনার জন্য পাঠানো হয়েছে। তবে অনুমতি এখনো পাননি বলেও স্বীকার করেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, বিগত দিনে চিকিৎসা তহবিলের সহায়তার সুযোগ নিয়ে সিলেটে মেলা করেছেন আলোচিত মঈন খান বাবলু ওরফে মেলা বাবলু। নামে-বেনামে বিভিন্ন সংগঠনের ব্যানারে ক্ষমতাসীন নেতাদের সঙ্গে নিয়ে এসব মেলার আয়োজন করেন তিনি। ফলে প্রশাসনকে বুঝাতে বেগ পেতে হতো না তাকে। এবারো একই কায়দায় চট্রগ্রামের অন্ধ কল্যাণ সোসাইটির ব্যানারে মেলার আয়োজন করা হয়েছে।
সূত্র জানায়, বানিজ্য মন্ত্রনালয় বছরে কেবলমাত্র আন্তর্জাতিক বানিজ্য মেলার করার অনুমতি দেয় চেম্বার অব কমার্সকে। এই মেলা এবারো হবে অক্টোবরে। কিন্তু এবার ওই মেলায় ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব না পাওয়ায় মঈনখান বাবলু অন্ধ কল্যাণ সোসাইটির ব্যানারে প্রতিবন্ধি শিল্প মেলার আয়োজন করেছেন সদর উপজেলার বটেশ্বরে। মেলার আয়োজন করার অনুমতি চেয়ে বানিজ্য মন্ত্রনালয়ে চিঠি দেন অন্ধ কল্যাণ সোসাইটি, চট্রগ্রামের চেয়ারম্যান এম.এ মোশাররফ। কিন্তু বানিজ্য মন্ত্রনালয় অনুমতি দেওয়ার এখতিয়ার হিসেবে সিলেট জেলা প্রশাসনে প্রেরণ করে। আর মন্ত্রনালয়ে করা সেই দরখাস্তের আলোকে ক্ষমতাসীন কয়েক নেতাকে সঙ্গে নিয়ে বাবলু ও মোশাররফ তোড়জোড় করে ইতোমধ্যে মেলার আয়োজন শুরু করেছেন। প্রশাসনকে প্রভাবিত করতে মেলার আয়োজকরা অর্থমন্ত্রীর নামও ব্যবহার করে চলেছেন।
অবশ্য সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান বলেন, মেলা করার অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। কে বা কারা মেলা করছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
অনুমতি না পেয়ে মেলার আয়োজন সম্পর্কে তিনি বলেন, সিলেটের দক্ষিণ সুরমায় অনুমতি ছাড়া দু’টি মেলা চলছে। জেলা প্রশাসন যদি সেখানে বাধা না দিয়ে দুই নাম্বারি করে, তাহলে আমরা করলে দোষ কিসের। অনুমতি না দিলে প্রয়োজনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করবো।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd