সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিআরবি সংলগ্ন ফ্রেন্সিস রোড এলাকায় একটি কলোনিতে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ নাজমা আকতার(৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ননিয়ার কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, কোতোয়ালী থানায় এ পর্যন্ত সর্ববৃহৎ মাদক চালান এটি। এ চক্রটির মূল হোতা আলাউদ্দিন নামে এক মাদক বিক্রেতা। যার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ১০টি মামলা রয়েছে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, এ চক্রটি কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া থেকে এসব গাঁজা এনে চট্টগ্রামে মজুদ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত কার্টন ও এক ড্রামে প্রায় ১০০ কেজি গাঁজাসহ ওই নারীকে গ্রেফতার করা হয়। চক্রটির বাকি সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd