সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : হালের ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত অভিনেত্রী পরীমণি। এ পর্যন্ত প্রায় দেড় ডজন ছবি মুক্তি পেয়েছে এ লাস্যময়ীর। সিনেমাপাড়ায় নাম লেখানোর আগে থেকেই বিভিন্ন দাতব্য ও সামাজিক কর্মকাণ্ডে জড়িয়েছেন তিনি। অসচ্ছলদের পাশেও বেশ কয়েকবার সহযোগিতার হাত বাড়াতে দেখা গেছে তাকে। এমনকি গত তিন বছর এফডিসিতে গরু কোরবানি দিয়ে গোশত বিলিয়ে দিয়েছেন পরিমণি।
এবার সেই কাজগুলোকেই হয়তো সাংগঠনিকভাবে করার দৃঢ় প্রত্যয় নিয়েছেন তিনি। তাই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী। তবে জাতীয় বা স্থানীয় পর্যায়ের নির্বাচন নয়, সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির পরবর্তী নির্বাচনে লড়ার। অর্থ্যাৎ সবকিছু ঠিক থাকলে পরীমণি আগামী বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন এমনটাই জানালেন তিনি।
পরীমণি বলেন, বেশ কিছুদিন ধরে ফিল্মপাড়ার অনেকেই আমাকে এ পরামর্শ দিয়েছেন। প্রথমে খুব একটা পাত্তা দেইনি। পরে ভেবে দেখলাম, বিষয়টা মন্দ নয়। আমি সবসময় চেয়েছি শিল্পীদের জন্য কাজ করতে। হোক সেটা প্রত্যক্ষভাবে, নয়তো নেপথ্যে। আর যেহেতু সমিতিটা শিল্পীদের তাই নির্বাচন করা যেতেই পারে। এখানে তো আমরা আমরাই। অর্থ্যাৎ সবাই তো ফিল্মপাড়ার।
মুখের কথা শেষ না হতেই প্রশ্ন ছোড়া হল, তাহলে কোন পদে লড়াই করবেন? প্রতুত্তরে পরীমণি বলেন, যারা আমাকে উৎসাহ দিচ্ছেন তারা প্রত্যেকেই বড় পদে লড়াইয়ের পরামর্শ দিয়েছেন। তবে কোন পদে নির্বাচনের ইচ্ছা রয়েছে সেটা এখনই বলতে চাচ্ছি না। মাঠে যেহেতু নামব, বড় পদের জন্যই নামব।
আপনার এ বিষয়টা যদি স্ট্যান্টবাজি মনে করা হয়, তাহলে? এবার খানিকটা হেসে পরীমণি বলেন, কিছু মানুষ থাকবেই যারা সব ভালো কাজে দোষ খুঁজে বেড়াবে। নির্বাচনের বিষয়টা কোনো স্ট্যান্টবাজি নয়। মনের ইচ্ছা থেকেই বলছি, পরবর্তী নির্বাচনে ইনশাআল্লাহ অংশ নেব। বাকিটা তো সময়ই বলে দেবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd