সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৮
কমলগঞ্জ প্রতিনিধি :: কমলগঞ্জ উপজেলার কামদ পুর নামক স্থানে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।হিনু টাটা গাড়ি নং চট্টমেট্রো ৩২৩৭ উক্ত গাড়ীটি সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে শমশেরনগর থেকে ভানুগাছ আসার পথে কামুদ পুর পাইমারি স্কুল এর সামনে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। উক্ত গাড়ির চালক কমলগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের কাইয়ুম খান বলেন। শমশেরনগর থেকে ভানুগাছ শহরে যাওয়ার পথে কামুদপুর প্রাইমারি স্কুলের সামনে আসলে আমার গাড়ির সামনে একটি ছাগল পড়ে। গাড়িটি যখন ব্রেক করছিলাম তখন অসাবধানতাবশত আমার গাড়ির হেলপার সুমন বয়স(১১)গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়ে তাৎক্ষণিক এলাকাবাসীর সহযোগিতায় আমার গাড়িতে করেই আমার হেলপারকে নিয়ে কমলগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। উক্ত গাড়ির মালিক শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক হাসান বলেন আমি উত্ত গাড়ির মালিক। আমি কুলাউড়ায় গিয়েছিলাম একটি কাজে সেখানে উক্ত গাড়ির চালক আমার ড্রাইভার আমাকে ফোন করে বলে আমার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে শুনতে পেয়ে আমি সহ আমরা এসেছি। এসে হেল্পার সুমনের খোজ খবর নিলাম। উক্ত দুর্ঘটনায় আহত সুমন এখন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা: এ বি এম সাজেদুল কবির সাজিদ সুমনের অবস্থা কেমন আছে জানতে চাইলে উনি বলেন সে আশঙ্কামুক্ত রয়েছে তেমন কোনো সমস্যা হয়নি তবে কিছু টেস্ট করাতে হবে। তবে উনি আশাবাদ ব্যক্ত করে বলেন সে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে বলে মনে করি করি। আহত সুমনের বড় ভাই কমলগঞ্জ উপজেলার মইডাইল গ্রামের রিপন মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে উনি বলেন আমার ছোট ভাই দীর্ঘ এক বছর যাবত ড্রাইভার কাইয়ুম এর সাথে হেলপারি করে আজ সকাল ১১ ঘটিকায় আমি খবর পেয়ে কমলগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে এসে দেখি আমার ভাই আহত হয়েছে। উক্ত দুর্ঘটনায় আহত সুমনকে সুস্থ হতে যত টাকা খরচ হবে সে টাকাআমি বহন করবো বলেও জানান উক্ত গাড়ির মালিক শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক হাসান। দুর্ঘটনায় আহত হেলপার সুমনের বাড়ি কমলগঞ্জ উপজেলার মইডাইল গ্রামে তার বাবার নাম মন্নান মিয়াঁ বলে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd