সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৮
সিলেট :: সিলেট নগরীর প্রাণ কেন্দ্র বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী সুরমা মার্কেটের ‘সুরমা যুব ব্যবসায়ী সমিতি’র নতুন অফিস সোমবার (১৭ সেপ্টেম্বর) এ অফিসের শুভ উদ্ধোধন করা হয়।
উদ্ধোধনকালীন সময় অলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় বক্তারা মার্টেকের বিভিন্ন সমস্যার কথা তোলে ধরেন,বক্তারা বলেন মার্কেটে অনেক সমস্যা ছিল তা দূর করতে সুরমা যুব ব্যবসায়ী সমিতির প্রচেষ্টায় তা সক্ষম হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বলেন আগামীতে মার্কেটের দূর্নিতী,বাজে আড্ডা,ব্যবসায়ীদের সাথে খারাপ আচরণে সকল মিলে ঐক্যবদ্ধ ভাবে তা পতিহত করা হবে। তিনি আরও বলেন যুব ব্যবসায়ী সমিতির সকল সদস্য ঐক্যবদ্ধ হলে সব কিছু করা সম্ভব বলে মনে করেন।
যুব ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ শেখ মোঃ আলেক হোসাইনের পরিচলনায় সুরমা যুব ব্যবসায়ী সমিতির সভাপতি আঙ্গুর আলী এ সকল কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,যুব ব্যবসায়ী সমিতির উপদেষ্টা কামরুজ্জামান কমরু, আব্দুল লতিফ, মিটুল বড়–য়া। যুব ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,সহ-সভাপতি সৈকত দাশ গুপ্ত, রাসেল আহমদ সাথী, রানু চন্দ্র পাল,সাধারণ সম্পাদক তৌফিক পাশা রাসেল, যগ্ম-সাধারণ সম্পাদক দেবু বড়–য়া, সহ-কোষাধ্যক্ষ সুহেল আহমদ,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আপন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, প্রচার সম্পাদক বাপ্পী বড়–য়া, আইনবিষয়ক সম্পাদক আদনান হোসেন শিমুল, সিনিয়র কার্যকরী সদস্য আনছার আলী , (তারা মিয়), কার্যকরী সদস্য তারেক আহমদ, আজরফ চৌধুরী, পুলক তালুদার,দিলিপ পাল, জিলানী মিয়া, আব্দুল কাদির সাজু, রোয়েব আহমদ, আইনুল হক প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন, সাংবাদিক আবুল হোসেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd