সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাট থানাধীন এলাকা লাফনাউট দক্ষিণ পাড়ার মৃত তাজম্মুল আলীর পূত্র জালাল উদ্দিন (৩৮) একটি মামলা করে তিনি নিরাপত্তায় ভোগছেন। নিরুহ পাথর শ্রমিক জালাল এখন প্রভাবশালীদের ভয়ে কষ্টের জীবন জাপন করছেন।
মামলা সূত্রে জানা যায়, জালাল উদ্দিন এলাকার সংখ্যালুগো হওয়ার সুবাদে গত বৎসরের ২৩ সেপ্টেম্বর লাফনাউট বাজার থেকে খরচ নিয়ে বাড়ি যাওয়ার উদ্ধেশ্যে তিনি বের হন। পরবর্তীতে রাস্তায় তাকে আটক করে একিই এলাকার ফয়ছল,জহিরুল, হুছন, নুর ইসলাম, শরীফসহ এক প্রভাবশালী চক্র এলাকার ভিতর বিভিন্ন অপকর্ম চালায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা জালাল উদ্দিন, এর জের ধরে জালালকে মারধর করে। জালালকে একটি ঘরে নিয়ে সিগারেটের আগুন তার শরিরের বিভিন্ন স্থানে আগাত করেন। পরে দুই বোতল মাদক দিয়ে ইউপি সদস্যের নেতৃত্বে জালালকে পুলিশের কাছে দেওয়া। থানা পুলিশ পরের দিন ৫০ বোতল মাদক দিয়ে তাকে কোর্টে চালান করেন। উক্ত ঘাটনাকে কেন্দ্র করে সিলেটের স্থানীয় ও জাতীয় পত্রিকায় জালালকে মিথ্যা মামলা দিয়ে ফসানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করা হয়। এ অবস্তায় গত ৩১.১০.২০১৭ তারিখে ২২৪/১৭ মামলা থেকে জালালকে আদালত জামিন প্রদান করেন। পরবর্তীতে জালাল উদ্দিন বাদী হয়ে মাননীয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট ও আমলী আদালতে সিলেটে গোয়াইনঘাট সি.আর ১৬৬/২০১৭ দায়ের করেন। ওই মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে ১২ জনকে অজ্ঞাত আসমী করা হয়। আসামীরা আদালতে হাজির হলে আদালত তাদের জামিন না দিয়ে তাদের জেলে পাঠান। বর্তমানে ২ নং আসামী আং বারী ও ৪ নং আসামী হুছন জেলে আছে। পরবর্তী আসামীরা জামিনে বের হয়ে জালালকে এবং মামলার সাক্ষীদেরকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। জালাল তাহার বৃদ্ধা মা ছোট ছোট সন্তাদের নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভোগছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd