ছাতক প্রতিনিধি :: ছাতকে নেশাগ্রস্থ ছেলের যন্ত্রনায় অতিষ্ট হয়ে আব্দুর রজাক (২৪) নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশের কাছে সৌপর্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আব্দুর রজাককে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
সে উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরচৌলা গ্রামের আব্দুর জহুরের পূত্র। দীর্ঘদিন যাবৎ আব্দুর রজাক নেশায় আসক্ত হয়ে পরিবারের লোকজনকে নানা ভাবে অত্যাচার করতো।
গত সোমবার রাত ৮টায় নেশা টাকার জন্য আব্দুর রজাক পরিবারের লোকজনের উপর অত্যাচার শুরু করলে তাকে আটক করে রাতেই বাবাসহ পরিবারের লোকজন তাকে ছাতক থানা পুলিশের কাছে সৌপর্দ করেন।