তাহিরপুরে ছাত্রশিবিরের প্রার্থীকে লাইব্রেরীয়ান পদে নিয়োগের অপচেষ্টা

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৮

তাহিরপুরে ছাত্রশিবিরের প্রার্থীকে লাইব্রেরীয়ান পদে নিয়োগের অপচেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ইসলামী ছাত্রশিবিরের একনিষ্ট কর্মী আমিনুল ইসলামকে লাইব্রেরীয়ান পদে নিয়োগের চেষ্টা চলছে। যা একবারেই অতি গোপনে। নিয়োগ কমিটির দায়িত্ব প্রাপ্ত্যরা বলেছেন মেধা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া কর্যক্রম সম্পন্ন হবে। তারা এও বলছেন জামায়াত,শিবির হউক তাতে কি মেধার মূল্যায়ন হবে। কিন্তু কাজের বেলায় হবে ভিন্ন। কারন দায়িত্ব প্রাপ্ত্যদের মাঝেই রয়েছে ঐ প্রার্থীয় খুব কাছের আতœীয়। আর সেই আতœীয়র সহযোগীতায় অতিগোপনে তার চেয়ে যোগ্য প্রার্থীকে পরীক্ষার পূর্বেই নির্বাচিত করে রেখেছেন। আর সকল নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করেছেন এমন সংবাদ এলাকায় প্রকাশিত হচ্ছে ফলে ক্ষোব বিরাজ করছে আ,লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংঘটনের নেতাকর্মী ও আবেদনকারীদের মাঝে।

স্থানীয় সূত্রে জানাযায়,সম্পতি তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সরকারী বিধি মোতাবেক একজন লাইব্রেরীয়ন পদে নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিদ্যালয়ের কতৃপক্ষ। এতে ১৪জন প্রার্থী আবেদন করেন। সরকারী নীতিমালা ২০১৮অনুযায়ী বয়সের সীমাবদ্ধতা দেওয়ায় ও অন্যান্য কারনে বাদ পড়ে ৩জন। এতে প্রার্থী আমিনুল ইসলাম তিনিও একজন আবেদনকারী। আর তিনি তাহিরপুর উপজেলার আনোয়ারপুর গ্রামে মুছাব্বির ইসলামের ছেলে। আর মুছাব্বির ইসলাম তাহিরপুর উপজেলা জামায়াতের রুকন পদে আছেন। আর আমিনুল ইসলাম এ উপজেলার ইসলামী ছাত্রশিবিরের একনিষ্ট একজন গুরুত্বপূর্ন কর্মী। যা তাহিরপুর উপজেলার সকল শ্রেনী পেশার মানুষ ও আ,লীগের সকল সহযোগী সংঘটনের র্শীষ নেতৃবৃন্ধ জানেন। আর তাকে নিয়োগ দেবার জন্য নানান টালবাহানা করছে নিয়োগ কমিটির দায়িত্ব প্রাপ্ত্যরা। এই নিয়োগে আমিনুল ইসলামকে নিয়োগ দেবার জন্য এই পর্যন্ত ৩বার পরীক্ষার তারিখ পরির্বতন করেছেন নানান কারন দেখিয়ে দায়িত্বপ্রাপ্ত্যরা। সর্ব শেষ ১৯তারিখ বুধবার সকাল ১০টায় পরীক্ষা নির্ধারন করা হয়েছে। আরো জানাযায়,এই নিয়োগে মোট অংকের টাকাও নির্ধারন করা হয়েছে আর এই নিয়োগে সর্ব শেষ ৪-৫লাখ টাকা উৎকোচ দিতে ইচ্ছুক প্রার্থীরা বলে স্থানীয় গোপন সূত্রে জানাগেছে। এছাড়াও জানাযায়, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতারাও স্বীকার করেছেন যে আমিনুল ইসলাম উপজেলার ইসলামী ছাত্রশিবিরের একনিষ্ট একজন গুরুত্বপূর্ন কর্মী ও তার বাবা জামায়াতের রুকন পদে রয়েছে।

স্থানীয় আ,লীগের নেতাকর্মী,এলাকাবাসী ও নাম প্রকাশে অনিচ্ছুক আবেদন কারীরা জানান,যেখানে জামায়াত শিবির আর বিএনপি বর্তমান সরকারের ক্ষতি করছে। তাদেরকে মাননীয় প্রধান মন্ত্রী দেখতে পারেন না আর তাহিরপুরে সেই জামায়াতের রুকন ছেলে ও শিবিরের একজন কর্মীকে কিভাবে দায়িত্বপ্রাপ্ত্যরা সহযোগীতা করছেন তা বুজতে পারছি না। এটা বর্তমান সরকারের জন্য খুবেই লজ্জাজনক ও অশুভ সংকেত। তা আমরা কোন ভাবেই তা মানতে পারছি না। পরীক্ষা হবে ঠিকেই লোক তা কেবল দেখানো। মেধার মূল্যায়ন হবে না। আবেদনকারীদের মাঝে তার চেয়ে যোগ্য রয়েছে। আমরা এই বিষয়ে মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্শন করছি।

এই বিষয়ে সরকার দলীয় এমপির প্রতিনিধি হাফিজ উদ্দিন পলাশ জানান, এখানে অনেকে সোজোগ না পেয়ে অনেক ধরনের মিথ্যা গুজব ছড়াইতেছে।

বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ইয়াহিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মোটোফোন রিসিভ করেননি।

বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আব্দুল জলিল তালুকদার জানান, এরকম কোন লোক আমরা নিচ্ছি না, যে পরিক্ষায় পাস করবে তাকে আমরা নিয়োগ করবো।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..