সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : দালালের মাধ্যমে ভারতে পাচারের চেষ্টাকালে ৪ শিশু সন্তানসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পাইকরতলী এলাকা থেকে তাাদের আটক করা হয়।
আটকরা হলেন, কক্সবাজারের রোহিঙ্গা দস্তগীর ক্যাম্পের ফায়েজ উদ্দিনের স্ত্রী সোহানা (৩০) এবং তাদের ৪ শিশু পুত্র তানিম হোসেন (১০), নাইম হোসেন (৭), রবিউল ইসলাম (৪) ও হাবিবুর রহমান (১)।
আটক সোহানার উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সিলেটের জাফলং এলাকার শহিদুল ইসলাম পরিচয় দিয়ে এক দালাল ভারতে কাজ দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা নেয়। পরে সোহানা তার স্বামী ফায়েজ ও ৪ শিশু নিয়ে ওই দালাল জয়পুরহাটের কোন এক সীমান্ত এলাকা দিয়ে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় পাইকরতলী এলাকা দিয়ে যাওয়ার পথে এলকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেন তারা। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। সুযোগ বুঝে স্বামী ও দালাল পালিয়ে যায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd