সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : আগস্টে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সিলেটের দোকানগুলোতে হেলমেট বিক্রির ধুম পড়েছিলো। এই আন্দোলনের রেশ থাকতেই পুলিশের ট্রাফিক সপ্তাহ শুরু হলে হেলেমেটের ব্যবসার এই উর্ধগতি অব্যাহত থাকবে।
তবে এই দুয়ের রেশ কেটে যাওয়ার পর আবার কমে গেছে হেলেমেটের ব্যবসা। সিলেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েকদিনের রমরমা ব্যবসার পর ফের কমে গেছে হেলমেট বিক্রি।
মঙ্গলবার সিলেটে মোটরসাইকেল যন্ত্রাংশের কয়েকটি দোকান ঘুরে এ তথ্য জানা গেছে।
এদিকে, নগরজুড়ে পুলিশের পক্ষ থেকে সচেতনামূলক কর্মসূচী চালালেও এখনো হেলমেট ব্যবহারের বাধ্যবাদকতা মানছেন না মোটরসাইকেল চালকরা। মঙ্গলবারও নগরীতে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে দেখা যায় অনেক চালককে।
সিলেটের কয়েকজন হেলমেট বিক্রেতারা জানান, এবছর আগস্টের শুরুতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে হেলমেটের বিক্রি স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যায়। ক্রেতাদের চাপ সামলাতে তখন বিক্রেতাদের হিমশিম খেতে হয়।
নগরীর জিন্দাবাজারের ইউনাইটেড সাইকেল স্টোরের স্বত্বাধিকারী সাব্বির রহমান বলেন, কয়েকদিনের রমরমা ব্যবসার পর এখন হেলমেটের বিক্রি কমে গেছে।। এখন যারা হেলমেট কিনছেন তারাও খুব নিম্ন মানের হেলমেট কিনছেন।
তিনি বলেন, ক্রেতারা এ কমদামী হেলমেট কেনেন শুধু ট্রাফিক পুলিশের হাত থেকে মামলা না নিয়ে মোটরসাইকেল নির্বিঘ্নে চালানোর জন্য। তারা মূলত এসব হেলমেট পড়ার জন্য কেনেন না।
মঙ্গলবার সকালে সিলেটের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ দোকানে বাংলাদেশি ও ইন্ডিয়ান হেলমেটের পাশাপাশি রয়েছে চীনের হেলমেট।
দেশ ও মানের দিক বিবেচনায় রয়েছে এর দামের পার্থক্য। বাজার ঘুরে দেখা যায় হেলমেটের সাইজ, ব্রান্ড, ফিচারের কারণের দাম উঠানামা করে। নগরীর তালতলার রয়েল অটোতে ৯শত ৫০ টাকা থেকে শুরু করে ৩হাজার ৫শত টাকা দামী হেলমেট পাওয়া যাচ্ছে। তবে ৯ শত ৫০ টাকা থেকে ১ হাজার ২শত ৫০টাকার হেলমেটের চাহিদা বাজারে বেশি বলে জানান ব্যবসা প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জামিল আহমেদ।
তিনি জানান, ৯ শত ৫০ টাকা থেকে ১ হাজার ২শত ৫০টাকার হেলমেটের চাহিদা বাজারে বেশি। আর হেলমেটগুলো তৈরি হয় চায়নাতে। এই হেলমেট গুলো দেখতে যেমন সুন্দর তার মানও বাংলাদেশের নিম্ন মানের হেলমেটের চেয়ে অনেক ভালো। তাই বাজারে ক্রেতাদের চাহিদার শীর্ষে চায়না হেলমেট।
এসব হেলমেটের পরেই বাজারে চাহিদা রয়েছে ইন্ডিয়ান হেলমেটের। এখানে ইন্ডিয়ান হেলমেট পাওয়া যাচ্ছে ১ হাজার ৫ শত টাকা থেকে ৩ হাজার ৫শত টাকার মধ্যে। বাংলাদেশ ও চায়না ব্র্যান্ডের হেলমেট থেকে ইন্ডিয়ান হেলমেটের গুনগত মান ভালো বলেও জানান তিনি।
বর্তমান হেলমেটের বাজার সম্পর্কে জামিল আহমেদ জানান, আগের দিনগুলি থেকে বর্তমানে ২-১টি হেলমেট বিক্রি বেশি হচ্ছে। তবে আগস্টের প্রথম ১২-১৪ দিন আমাদের এখানে হেলমেট কেনের ধুম লেগেছিলো। তবে বর্তমানের ব্যবসা আগের মতোই চলছে। তবে আগে যেখানে দিনে ৫ থেকে ৭টির বেশি হেলমেট বিক্রি করতাম, এখন সেখানে ৭ থেকে ৯টির মতো হেলমেট বিক্রি হচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd