আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে তিনি অাজ খেলা দেখতে গিয়ে বাংলাদেশকে তুলে ধরলেন বিশ্ব দরবারে। সেখানে বাংলাদেশের লাল সবুজের পতাকা তুলে ধরে জানান দিলেন বাঙ্গালী বলে। এমন দৃৃশ্য দেখে অনেকেই দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হোন। খেলা দেখতে অাসা মাহফুজ নামে একজন ক্রীড়ামোদী বলেন, সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল বিশ্ব দরবারে নিজ দেশের পতাকা উচিয়ে যে দেশপ্রেমের নজির স্থাপন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। সবার ভিতরে এমন দেশপ্রেম থাকা উচিত। সাংবাদিক বুলবুল বলেন, দেশ বিদেশে বেটাগিরি, অামরা বিশ্বের যেখানেই যাই সেখানেই বাংলাদেশী।
এছাড়াও একটি ছবিতে দেখা যায় সাংবাদিক বুলবুলের হাতে একটি প্লেকার্ড। যেখানে লেখা ” অাই লাভ ইউ বাংলাদেশ বাংলাদেশ কানাইঘাট প্রেসক্লাব,সিলেট।
বাংলাদেশের পাশাপাশি তাঁর প্রিয় সংগঠন সিলেটের কানাইঘাট প্রেসক্লাবকেও তিনি তুলে ধরলেন। এতে করে ফুটে উঠেছে কানাইঘাট প্রেসক্লাবের প্রতি তাঁর ভালবাসা ও দায়িত্ববোধ।