সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে এক ভুয়া নারী চিকিৎসকের সন্ধান পাওয়া গেছে। তিনি ডৌবাড়ী ইউপির ১নং ওয়ার্ড বলেশ্বর গ্রামের সোনাফর মিয়ার (৪০) স্ত্রী মীনা বেগম(৩৪)। তিনি সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগ ও ডেলিভারী বিভাগে দায়িত্ব পালন করছেন এমন তথ্য দিয়ে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারন মানুষের সাথে প্রতারণা করে চলেছেন।
সিলেট এম এ জী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করছেন এ ব্যাপারে সেখানকার সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। এভাবে দিনে পর দিন প্রতারনার শিকার হচ্ছে দালাল মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সহজ সরল মানুষজন। যারা চিকিৎসার জন্য চিকিৎসক নামধারী এই চিকিৎসকের কষাইখানায় এসে ধোকা খাচ্ছে প্রতিনিয়িত। শুধু গোয়াইনঘাট উপজেলা নয়,পাশ্ববর্তী উপজেলা জৈন্তাপুর ,কোম্পানিগঞ্জ উপজেলার মানুষদের সাথে প্রায় ৫-১০বছর দরে চিকিৎসার নামে ধোকা দিয়ে যাচ্ছেন এমন অভিযোগ স্থানীয়দের। কোনপ্রকার মেডিসিন ছাড়াই মীনা সিজার বা নরমাল ডেলিভারি করেন,এবং চার্জ করেন ১০হাজার থেকে ২০হাজার টাকা। টাকা পরিশোধ না করে মীনার বাড়ী থেকে রোগীরা তাদের বাড়ীতে যেতে পারেনা। এমন অভিযোগ করেন ভুক্তভোগী রোগীরা।
এদিকে ক্রাইম সিলেটের একটি অনুসন্ধানী দল উক্ত ভুয়া ডাক্তারের চেম্বার তথা বাড়ী সরজমিন পরিদর্শনকালে দেখা যায়, ভুয়া ডা. মীনার বাড়ীর একটি রুমে শুয়ে চিল্লাচিল্লি করছেন প্রেগন্যান্ট এর ৫ -১০জন রোগী, অন্যএকটি রুমে রয়েছে একটি নরমাল খাট,এই খাটে কোন প্রকার মেডিসিন ছাড়াই একজন প্রেগন্যান্ট এর রোগীর ডেলিভারীর চেষ্টা করছেন এই ভুয়া ডাক্টার মীনা। এসময় কথা হয় মীনার সাথে তিনি বলেন আমার কাছে প্রায়সময় প্রেগন্যান্ট এর রোগীরা আসে, আমি তাদের চিকিৎসা করে দেই।তারপর কথা হয় ভুক্তভোগী এক রোগীর মায়ের সাথে, তিনি বলেন আমার মেয়েকে কোন ঔষধ না দিয়ে ডেলিভারির করা হয়েছে। এসময় আমার মেয়ের হুশ চিলনা।
মীনার ভুল চিকিৎসায় পশ্চিম জাফলংয়ের রফিক আহমদের বোনের মৃত্যু হয়। এব্যপারে রফিক আহমদ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। যার নং :১৬৫
এব্যাপারে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ ইকবাল নেহালের সাথে কথা বললে তিনি বলেন মীনা অস্বীকৃত ডিগ্রিবিহীন ভুয়া ডাক্তার। সে একজন প্রতারক। সে চিকিৎসার নামে সাধারন মানুষদের সাথে ধোঁকাবাজি করছে। তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।
এব্যাপারে ভুয়া নারী চিকিৎসক মীনার মোটো ফোনে ক্রাইম সিলেট থেকে একাধিক বার কল দেওয়া হলে কল রিসিভ হয়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd