গোলাপগজ্ঞ প্রতিনিধি : গোলাপগজ্ঞ গ্রীন সোসাইটির সাধারন সম্পাদক আসিফ ইমরানের উচ্চশিক্ষার লাভের জন্য (২১ সেপ্টেম্বর) ইউকে যাএা উপলক্ষে ক্লাব পক্ষ থেকে এক বিদায়ী সংবরর্ধনার আয়োজন করা হয়। উপস্হিত ছিলেন গোলাপগজ্ঞ উপজেলা ছাত্রলীগর সাবেক সদ্য সাধারন সম্পাদক এম এ ওয়াদুদ এমরুল, শেখ রাসেল শিশু কিশোর পরিষোদের সাধারণ সম্পাদক নাজমুল আমিন শাহাদৎ,আমুড়া ইউনিয়ন ছাত্রলীগর সভাপতি ফরহাদ আহমদ, সাধারন সম্পাদক জাবের আহমদ, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ, গোলাপগজ্ঞ গ্রীন সোসাইটির সভাপতি সাবের হোসেন নয়ন, সহ সভাপতি সাইফুর রহমান, রাহি চৌঃ,যুগ্ম সাধারণ শুরভ আহমদ, অর্থ সম্পাদক, শিক্ষা সম্পাদক ফাহাদ হোসাইন, প্রচার সম্পাদক মিহাদ ফাহিম, সাহিত্য সম্পাদক শাহরিয়ার তোওছিফ, আইন সম্পাদক শাহান আহমদ, সিনিয়র সদস্য শাহিন আহমদ,তথ্য সম্পাদক জাহাগীর আলম প্রমুখ।