চলমান মাদক বিরোধী অভিযানে গাঁজা ও চোলাই মদ সহ আটক ৩

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৮

চলমান মাদক বিরোধী অভিযানে গাঁজা ও চোলাই মদ সহ আটক ৩

স্টাফ রিপোর্টার :: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের মাদক বিরোধী বিশেষ অভিযানে পরিচালিত হয়েছে। ২১ সেপ্টেম্বর শুক্রবার বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লার নেতৃত্বে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন, কায়েস্তরাইল, ধানুরহাটার পাড়, আখালিয়া ও তারাপুর চা বাগান এলাকায় এ মাদক বিরোধী অভিযান চালানো হয়।

অভিযানের ২য় দিনে প্রায় ১ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এসময় ৩জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো: এরশাদ মিয়ার উপস্থিতিতে পরিচালিত অভিযানে ৪টি মোবাইল কোর্টের মামলা দায়ের করা হয়েছে এবং ১জন নারী সহ ৩জন আসামীকে বিভিন্ন মেয়াদে তাৎক্ষণিক শাস্তি প্রদান করা হয়েছে।

দিনব্যাপী মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা ও গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীসহ র‌্যাব, এসএমপি এবং এপিবিএন এর প্রায় ৩০জন সদস্য উপস্থিত ছিলেন।

বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লা বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..