সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুর বাজার থেকে ঘনঘন মোটরসাইকেল চুরি হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা জানান, জগন্নাথপুর বাজারে ঘনঘন মোটরসাইকেল চুরি হওয়ার কারনে গ্রামঅঞ্চল থেকে ক্রেতারা অাসতে ভয়ের মধ্যে রয়েছেন। ঘনঘন গাড়ি চুরি অব্যাহত থাকলে ব্যবসায়ীদের।ব্যবসায় মান্দাভাব হওয়ার অাশংকা রয়েছে। জগন্নাথপুর বাজারের হাজ্বী আসিদ উল্লাহ মার্কেটের সামন থেকে ২০সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। চুরি হওয়া মোটরসাইকেলটির মালিক নুর আলী উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের বাসিন্দা। চুরি হওয়া মটরসাইকেলটির নাম্বার সিলেট হ- ১৩৪০৯৮।
চুরি হওয়া মোটরসাইকেলটির মালিক জানান, আমি রাজু ইলেক্ট্রনিক্সে গিয়েছিলাম ফ্যান কেনার জন্য অার মোটরসাইকেলটি দোকানের সামনে রেখে ফ্যান কিনে তাদের টাকা দিয়ে রাস্থার দিকে চেয়ে দেখি আমার মোটরসাইকেল নেই।
জানাগেছে, মালিক নুর মিয়া দোকানে যাওয়ার ১০মিনিটের মধ্যে দোকানের সামন থেকে চুরি হয়ে যায়। সাথে সাথে মোটরসাইকেলের মালিক অনেক খোজাখোজির পর অার মোটরসাইকেলের কোন সন্ধান পাননি। অল্প সময়ের মধ্যে দোকানের সামন থেকে মোটরসাইকেলটি চুরি হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা অাতংকের মধ্যে রয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd