সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউপি মাতারকাপন (ছড়ার পাড়) এলাকায় রুমানা আক্তার (২১) নামে এক সন্তানের জননীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে । হত্যাকান্ডের পর থেকে ঘাতক স্বামী ও তার স্বজন সদর হাসপাতালে লাশ রেখে পালিয়েছে। মৃতঃ রুমানার পিতা মাহমুদ মিয়া ও স্বজনদের অভিযোগ- তার স্বামী কবির মিয়া ও শাশুড়ি মিলে এ হত্যাকা- ঘটিয়েছে।
জানা গেছে- গত ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটের সময় রুমানাকে মৌলভীবাজার সদর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতঃ রুমানার ভাই সুহেল মিয়া ও তার পিতা অভিযোগ করে বলেন- ৩ বছর আগে মাতারকাপন ছড়ারপার এলাকার খলিল মিয়ার ছেলে কবির মিয়ার সঙ্গে রুমানার বিয়ে হয়। কবির সবসময় মাদকাসক্ত থাকত বলে তাদের অভিযোগ। রুমানার স্বামী ও শাশুড়ি দিনভর রুমানার সঙ্গে ঝগড়া করে ও মারধর করতেন। গতকাল বিকেলে তার মরদেহ গোপনে হাসতাপালে আনা হয়।
তখন পর্যন্ত তাদের পরিবারকে মৃত্যুর বিষয়টি জানানো হয়নি। পরে মরদেহ হাসপাতালে রেখে তার শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে- আজ বিকাল ৫টায় রুমানাকে কবরস্থানে দাপন করা হয়েছে এবং মাদকাসক্ত কবিরের বোনের জামাই মানিককে জিঙ্গাসাবাদের জন্য আটক করছে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহম্মেদ জানান- পুলিশ ঘটনাস্থলে রয়েছে। যতাযতভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd