সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : নরসিংদীর বেলাবো উপজেলার ব্রহ্মপুত্র নদে ভ্রমণের সময় নৌকা ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সররাবাদ ইব্রাহিমপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জংগুয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে তামিম (৬) ও মেয়ে সামিয়া (১০)। একই গ্রামের বাদল মিয়ার মেয়ে নীলা আক্তার (১৫)।
পুলিশ জানায়, দুপুরে আটজন যাত্রী বেলাবো উপজেলা থেকে একটি নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে ঘুরতে বের হয়। নৌকাটি সররাবাদ এলাকায় পৌঁছালে ডুবে যায়। এ সময় পাঁচজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও নৌকায় থাকা ভাইবোনসহ তিন শিশু নিখোঁজ হয়। পরে স্থানীয়রা ওই তিন শিশুকে উদ্ধার করে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বেলাবো থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd