সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক :: কথায় বলে ভালো মানুষ পৃথিবীতে এখনো আছে। ওইসব ভাল মানুষগুলো যেকোনে পরিস্থিতিতে তারা সফলতার ছাপ রেখে যায়। আমাদের সমাজ ব্যবস্থায়পনায় পুলিশি নির্যাতন যেখানে নেতিবাচক ধারনা-মন্তব্যের সীমা নেই। থানা পুলিশের কর্মকান্ডে আমজনতার সন্তোষ প্রকাশ ইতিবাচক প্রশংসা শোনার বিষয়টিও সত্যি বিরল। হঠাৎ করে একজন পুলিশ সুপারের প্রশংসা? এত পুলিশ প্রীতি? এ প্রশ্নটাও স্বাভাবিক।
বলছিলাম একজন সৎ সাহসী, কর্মদক্ষতা ও যোগ্যতা সম্পূর্ণ পুলিশ সুপারের কথা। ১লা আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে সরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এসপি শামসুন্নাহার (পিপিএম)কে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়।
তিনি গাজীপুরে যোগ দিয়েই পাল্টিয়ে দিতে শুরু করেছেন এখানকার সমাজ ব্যবস্থা। বিরল অসাধ্যটিকেই সত্যিতে পরিনত রুপরেখা করতে যাচ্ছেন গাজীপুরের নবাগত পুলিশ সুপার শামসুন্নাহার চৌধুরী। এর আগে তার কর্মস্থল ছিলো চাঁদপুরে। সেখানকার সমাজ ব্যবস্থাপনা ও অস্থির জনপদে শান্তির সু-বার্তা ছড়িয়ে দিয়ে গাজীপুরে এসেছেন। দেশের পুলিশ সম্পর্কে মানুষের অন্তরে জমে থাকা বিরূপ মন্তব্য আর কালো দাগ এবং ভয়কে জয় করে নগর থেকে দুর্গমঞ্চল পর্যন্তও ছড়িয়ে পড়েছিলো তার প্রশংসা।
ওই অঞ্চলে আজও কান পাতলে মানুষের কন্ঠে শোনা যায় এসপি শামসুন্নাহারের প্রশংসার বাণী। দায়িত্বপালন কালে তিনি যেমন পুলিশের আইনী সেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছানোর মাধ্যমে চাঁদপুরে ইতিবাচক আইনি সু-শাসন প্রতিষ্ঠার ইতিহাস গড়েছিলেন তেমনি তার বদলিজনিত বিদায় বেলায়ও চাঁদপুরের অবহেলিত সর্বস্তরের জনগনও তাকে চোখের অশ্রু আর হৃদয়ের উজাড় করা বিরল ভালোবাসা দিয়ে সম্মানটুকু জানাতেও কার্পন্যবোধ করেনি।
পুলিশ সপ্তাহ-২০১৬ প্যারেডে প্রথম নারী হিসেবে নেতৃত্ব দিয়ে ইতিহাস গড়েন এসপি শামসুন্নাহার। মহানগর পুলিশ, রেঞ্জ পুলিশ, আর্মড পুলিশ ও র্যাবসহ পুলিশের ১৩টি দলের সহস্রাধিক সদস্যের প্যারেডে নেতৃত্ব দিয়ে তিনি দেশজুড়ে প্রশংসিত হন। ২০১৭ সালেও পুলিশ সপ্তাহ প্যারেডে তিনি নেতৃত্ব দিয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd