ছাতকে সড়ক দূর্ঘটনায় আ,লীগ নেত্রী রত্না নিহত

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮

ছাতকে সড়ক দূর্ঘটনায় আ,লীগ নেত্রী রত্না নিহত

ছাতক প্রতিনিধি :: সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রত্না বেগম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রবিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক ১১ টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক ব্রিজের পাশে দুর্ঘটনাটি ঘটে।

সুনামগঞ্জ জেলা পরিষদের (সংরক্ষিত) সদস্য ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক সাবিনা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৯ টার দিকে সিলেট শহরের রাজার গলি এলাকাস্থ নিজ বাসা থেকে ছেলেকে নিয়ে মোটর সাইকেলযোগে ছাতক উপজেলার কৈতক যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। যাত্রা পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাউয়া বাজারের নিকটবর্তী কৈতক ব্রিজের আগে পরনের ওড়না মোটর সাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে তিনি পেছন থেকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

তাৎক্ষণিক ছেলে ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রত্না বেগম বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত-১ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী হয়েছিলেন। সামান্য ভোটের ব্যবধানে তিনি হেরে যান। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..