সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ জানু মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে পাঁচ জুয়াড়ীকে আটক করা হয়।
সোববার (২৪সেপ্টেম্বর) সন্ধায় দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনালের হোটেল কাশমীর থেকে জুয়া খেলার সামগ্রী সহ ওই পাঁচ জুয়ারীকে আটক করে। আটকৃত জুয়ারীরা হলেন লিটন আহমদ (২৬), পিতা- ইসহাক মিয়া, মাতা- পেয়ারা বেগম, সাং- ধরাধরপুর, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, জিয়া উদ্দিন মাতব্বর (৩৮), পিতা- মৃত হামেদ মাতব্বর, মাতা- হামিদা বেগম, সাং- তারাইল, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর, বর্তমানে- সুপারভাইজার, আল মোবারাকা বাস সার্ভিস কাউন্টার, কদমতলী বাস টার্মিনাল, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, আলী হোসেন (৩২), পিতা- মৃত হাসিম মোল্লা, মাতা- মৃত ফজিলাতুন্নেছা, সাং- চরমুন্সি, ডাক- কামারাত, থানা- রায়পুর, জেলা- লক্ষীপুর, বর্তমানে- ভাড়াটিয়া হোটেল কাশম্মীর (আবাসিক), থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, মোঃ রিপন মিয়া (২৪), পিতা- শফিক মিয়া, মাতা- আছিয়া বেগম, সাং- নোয়াগাঁও, থানা-শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ, বর্তমানে- ভাড়াটিয়া, ইউসুফ মিয়ার কলোনী, ভার্থখলা, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, কাউছার আহমেদ জীবন (৩৩), পিতা- মৃত গোলাম রসুল, মাতা- জয়তুন্নেছা, সাং- আজিমাবাদ, থানা- সেতাবগঞ্জ, জেলা- দিনাজপুর, বর্তমানে- ভাড়াটিয়া, লুতফর মিয়ার বাসা, মোমিনখলা, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট বলে জানা যায়। প্রাথমিক ভাবে জানা যায় যে, উক্ত জুয়ারীরা দীর্ঘদিন যাবত হোটেল কাশম্মীর (আবাসিক) এর ছাদের উপরে একটি কক্ষে টাকা দিয়ে তাস খেলার মাধ্যমে জুয়ার আসরটি পরিচালনা করে আসছিল হোটেল মালিক তৌসিফ। যার ফলে স্থানীয় বাস-ট্রাকের হেলপার সহ দিন মজুর রা জুয়ার লোভে আসক্ত হয়ে নিঃশ্ব হচ্ছে। ফলে উক্ত এলাকায় ছিনতাইয়ের মত ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসআই মোহাম্মদ জানু মিয়া আটক জুয়ারীদের আসামী করে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অতিঃ উপ-পুলিশ কমিশনার (মিডিয়া)মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd