বিশ্বনাথ প্রতিনিধি :: “মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই”এ প্রতিপাদ্য নিয়ে সিলেটের বিশ্বনাথে উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মিনা দিবস পালন করা হয়। উপজেলা শিক্ষা অফিস আয়োজনে সোমবার সকালে উপজেলা চত্বরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে ও শিক্ষক কবির আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আনোয়ার হোসেন, সাংবাদিক অসিত রঞ্জন দেব। এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Sharing is caring!