সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮
মো: মালিক মিয়া কমলগঞ্জ :: কুলাউরা টু শমসের নগর সড়কের কমলগঞ্জ থানার ভানুগাছ বাজারের নিকটবর্তী নতুন ব্রীজের মোরে ভয়ানক জঙ্গল পরিষ্কার অভিযান। গত ২২ সেপ্টেম্বর শনিবার কর্মসূচি শুরু হয়ে প্রায় ২ ঘন্টা এ পরিষ্কার অভিযান চলে। কমলগঞ্জ ছাত্রলীগ পরিবারের অর্ধশত কর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করে সড়কটি নিরাপদ এবং যানবাহনের উপযোগী করে তুলেন৷
উপজেলা ছাত্রলীগ সম্পাদক সাকের আলী সজিবের সাথে আলাপকালে তিনি জানান, এই ব্রীজের মোড়টিতে কয়েকটি ভয়ানক দুর্ঘটনা হয়েছে। এর কারণ হলো মোড়টির এপাশ থেকে ঐপাশ দেখা যায়না জঙ্গলের কারণে। এই অঞ্চলের মানুষের ভালোর কথা চিন্তা করেই তিনি এই জঙ্গল পরিষ্কারের কর্মসূচিটি হাতে নিয়েছেন৷
স্থানিয় কয়েকজনের সাথে আলাপ করলে তারা জানান, ছাত্রলীগের এমন কর্মসূচি সত্যিই প্রসংসার দাবীদার৷ এখন মোড়টি পরিষ্কার করায় দু’পাশই দেখা যায় কমলগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের অধিবাসী আলিম মিয়া নামের এক যুবক বলেন, রাতে যখন আমরা ওই রাস্তা দিয়ে বাড়ি আসতাম তখন এখানে আসলে আমাদের মনে ভয় লাগতো এই জঙ্গলটি পরিষ্কার করাতে এটা খুব ভালো কাজ বলে মনে করছেন উনি এবং দুর্ঘটনার সম্ভাবনাও অনেকটা কমে আসবে বলে মনে করেন এই যুবক।
উক্ত পরিষ্কার অভিযানে যারা কাজ করেছেন। উপজেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক সুমন মিয়া, রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকেরুল ইসলাম, কলেজ সভাপতি আব্দুল হাকিম, কলেজ সম্পাদক হাসান আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা সালমান, আমিনুল, নুরআমিন, সুহেল, সুহাগ, নাজমুল প্রমুখ। আজ ২৪ সেপ্টেম্বর মুঠোফোনে আলাপকালে উক্ত প্রতিনিধিকে সাকের আলী জানান এই রাস্তায় অনেকই স্কুলগামী ছেলে ও মেয়েরা এবং সাধারণ মানুষ আসা-যাওয়া করে। বিশেষ করে গাড়িচালকরা দূর থেকে যাতে দেখতে পারে এ কথা চিন্তা করেই এই কাজটি করা হয়েছে বলে উনি জানান
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd