সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটের ভুয়া নাগরিক সনদ নিয়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সমুহে সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়া বহিঃরাগতদের চাকরীচ্যুত করার দাবিতে ফুসে ওঠেছেন এলাকার ছাত্র,শিক্ষক,আইনজীবি,সাংবাদিক,ব্যবসায়ীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। চলছে আন্দোলনসহ লাগাতার কর্মসুচির প্রস্তুতি। এ ঘটনায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন,সিলেটের জেলা শিক্ষা অফিসার,জেলা প্রশাসক বরাবরে একাধিক স্মারকলিপি প্রদান করেছেন একাধিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা পৃথক স্মারকলিপিতে এ ঘটনার সাথে জড়িত ও তাদের প্রশ্রয়দাতাদের বিরোধ্যে দূত শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনসহ লাগাতার কর্মসুচি দেয়ার ডাক দেয়া হয়। ভ’য়া নাগরিক সনদে নিয়োগ পাওয়া এসব শিক্ষকদের বহিঃস্কার দাবিতে ২৩ সেপ্টেম্বর গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গোয়াইনঘাটের সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের পক্ষ হতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে তারা অনতি বিলম্ভে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেয়া ভুয়া নাগরিক সনদ নিয়ে নিয়োগ পাওয়া এসব সহকারী শিক্ষকদের চাকরি থেকে বহিঃস্কার দাবি জানান। অন্যাথায় অচিরেই কঠোর আন্দোলনসহ লাগাতার কর্মসুচির হুশিয়ারী উচ্চারণ করেন তারা। নির্বাহী অফিসারের পক্ষে দেয়া স্মারকলিপি গ্রহণ করেন প্রশাসনিক কর্মকর্তা শফিকুর রহমান। স্মারকলিপি প্রদানকালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফুল আলম পান্না,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আছাদ,সাইদুর রহমান,মতিউর রহমান,রুবেল আহমদ,নাজিম উদ্দিন,শাহাব উদ্দিন,আঃ রব,নাজমিন আক্তার,সাফিয়া বেগম,তুলি মনি,হাসিনা আক্তার প্রমুখ।
এদিকে এ ঘটনায় একই দিন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি। সংগঠনের পক্ষে স্মারকলিপি প্রদান করেন জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সহসভাপতি সোহেল আহমদ,২৪ সেপ্টেম্বর সোমবার গোয়াইনঘাট সমিতি সিলেট ও অনুরুপ একটি সআমরকলিপি প্রদান করে। সআমরকলিপি প্রদানকালে এসময় উপস্থিতি ছিলেন সমিতির সভাপতি জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক আহমেদ মোস্তাকিন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোজাম্মেল আলী,সহসাধারণ সম্পাদক জয়নুল হক,দপ্তর সম্পাদক এডভোকেট মোবারক হোসেন প্রমুখ। ব্যাপারে কথা হলে গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আহমেদ মোস্তাকিন সদস্য গোলাম কিবিরয়া রাসেল জানান,আমাদের উপজেলার নাগরিক নয়,অথচ তারা ভুয়া সনদে চাকরি নিয়ে আমাদের কোঠাকে কুলশিত করছে। দেখি সাহস থাকলে তারা গোয়াইনঘাটে প্রবেশ কুরক। ঢের হয়েছে আর নয়,এদের রুখে দাড়ানোর পালা। এদেরকে বহিঃস্কারসহ জেলা শিক্ষা অফিসারসহ প্রশাসন তরফে এ ব্যাপারে দ্রæত ব্যবস্থা না নিলে এসব বাটপারদের প্রতিরোধে যে কোন আন্দোলনে সবার আগে থাকবো।
উল্লেখ্য যে,সদ্য সমাপ্ত নিয়োগে গোয়াইনঘাট থেকে ৩৩জন পদায়িত হন বিভিন্ন বিদ্যাপিঠে। তার মধ্যে গোয়াইনগ্রামের ঠিকানা দিয়ে গোয়াইনঘাট আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পান রাজমিন নাহার রুবা,পিতাঃগিয়াস উদ্দিন,সাং,গোয়াইন,রোল নং ৫৩১৮২৩ এক শিক্ষিকা যিনি অত্র ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের কোন বাসিন্দাই নয় বলে প্রত্যায়ন করেছেন ৯নং ওয়ার্ডের সদস্য গোলাম হোসেন মুকুল ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম। এছাড়াও ৩নং পুর্ব জাফলং ইউনিয়নের চৈলাখেল ৮মখন্ড গ্রামের বাসিন্দা পরিচয়ে মিজানুর রহমান.পিতা আবুল কালাম নামের আরেক (ভ’য়া নাগরিক) শিক্ষক রোল নং ৫৩২৪৬৮৯ লুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পদায়িত হয়েছেন। ৩নং পুর্ব জাফলংয়ে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য জিলানী আহমদ জানান,এই নামের কোন লোক আমার ওয়ার্ডে নেই। সে টাউট ও ভুয়া নাগরিক। তার বা তার বাবার নামে এক ইঞ্চি জমিও আমার ওয়ার্ডে নেই। প্রতারনার আশ্রয় নিয়ে সে এখানকার ভোটার হয়েছে। আমি তার গ্রেফতারসহ দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd