সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৮
নিজস্ব প্রতিনিধি :: দুর্নীতি ও অনিয়ম সহ ১৫কোটি টাকা আত্মসাতে জকিগঞ্জের সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি আলোচিত মোঃ জাফরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সহ প্রশাসনিক বিভিন্ন শাখা বরাবরে গত ২১ আগস্ট মঙ্গলবার সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুশ শহিদ লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রাপ্ত অভিযোগের মর্মানুযায়ী অদ্য ১০ সেপ্টেম্বর সিলেট জেলা প্রশাসক জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য একটি লিখিত স্মারকের মাধ্যমে নির্দেশ প্রদান করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জকিগঞ্জ সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির লিমিটেড এর সেক্রেটারি জকিগঞ্জের কেছরী আলমনগর গ্রামের এবাদুল হকের পুত্র মোঃ জাফরুল ইসলাম সমিতির স্বঘোষিত সভাপতি হয়ে নিজের ইচ্ছায় সমিতির অনুমোদন ও কমিটির রেজুলেশন ছাড়া ক্ষমতার অপব্যবহার করে ৫/৫০ লক্ষ ঋণ নিয়ে আত্মসাৎ করেন। তিনি নিজেকে সভাপতি ও তার ভাইকে সেক্রেটারি নিয়োগ দিয়ে অবৈধ কাজকে বৈধ করার কাজে দুর্নীতি ও অনিয়ম চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য দুর্নীতি,অনিয়ম ও টাকা আত্মসাতের খবর গণমাধ্যমে প্রচার হবার পর সমিতির সদস্যরা তাদের জমাকৃত টাকা ফেরতের জন্য সমিতির অফিসে হন্যে হয়ে ঘুরছে। কিন্তু জাফরুল ইসলাম টাকা ফেরত না দিতে পেরে টাকা উত্তোলনের নামে গ্রাহকের কাছ থেকে দরখাস্ত ও জমা বই ফেরত নিয়ে তার ব্যাক্তিগত একাউন্টের চেকে ২/৩/ মাসের সময় নিয়ে বিদায় দিচ্ছে বলে একাদিক অভিযোগ পাওয়া গিয়েছে। গত কয়েকদিনে বিভিন্ন গ্রাহকদের ৪/ লাখ, ৫/ লাখ টাকার চেক দিয়ে গ্রাহকদের বিদায় করে,এতে গ্রাহক ও জনমনে প্রশ্ন জাগে-যে-কোন সময় এই জাফরুল টাকা ফেরত না দিয়ে অন্যান্য সমিতির মতো উধাও হতে পরে।
এ ব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে টাকা আত্মসাত,দুর্নীতির ও অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সমিতির সভাপতি মোঃ আব্দুশ শহিদ ও সদস্যবৃন্দ কমান্ড্যান্ট, ডিজিএফআই, সিলেট, পুলিশ বিশেষ বিভাগ, সিলেট, এনএসআই, সিলেট, জেলা প্রশাসক, সিলেট, পুলিশ সুপার, সিলেট, নিবন্ধন সমবায় অধিদপ্তর, ঢাকায় পৃথক পৃথক ভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিভিন্ন সুত্রে আর জানা যায় : জকিগঞ্জে
গত ২-৩ বছরে কয়েকটি সমবায় সমতিরি মালিক পক্ষ সাধারণ গ্রাহকদের টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছে। এদিকে যেসব সমবায় সমিতির মালিক পক্ষ উধাও হয়েছে এর জন্যে দায়ী কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী এমনটাই অভিযোগ সমিতির সাধারণ সদস্য তথা ক্ষতিগ্রস্তদের।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd