মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: অবশেষে বিশ্বনাথ উপজেলার জনগুরুত্বপূর্ণ ৯টি গ্রামীণ রাস্তা পুনঃসংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ৯টি রাস্তার দরপত্র আহবান করা হয়েছে। শিগগিরই রাস্তাগুলো সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ২০১৮-২০১৯ অর্থ বছরে গ্রামীণ রাস্তা ও কালভার্ট রক্ষণাক্ষেণ প্রকল্পের আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথ উপজেলার ৭টি রাস্তা এবং এসডিআরআইআইপি প্রকল্পের আওতায় প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে ২টি রাস্তা সংস্কার কাজের দরপত্র আহবান করা হয়েছে। গ্রামীণ রাস্তা ও কালভার্ট রক্ষণাক্ষেণ প্রকল্পের আওতায় যে ৭টি রাস্তার টেন্ডার হয়েছে তা হলো- সিংগেরকাছ বাজার জিসি-টুকের বাজার-রসুলগঞ্জ বাজার রাস্তার দেড় কিলোমিটার, বিশ্বনাথ বাজার জিসি-নতুন বাজার-আরএইচডি কুরুয়া বাজার রাস্তার ৩ কিলোমিটার, হুসেনপুর-মুফতির বাজার রাস্তার ১ কিলোমিটার, আরএইচডি রামপাশা-রাজাগঞ্জ বাজার রাস্তার ১ কিলোমিটার, রামপাশা ইউনিয়ন অফিস-আশুগঞ্জ বাজার রাস্তার ২ কিলোমিটার, দৌলতপুর ইউপি-হাবড়া বাজার-বাগিছা বাজার রাস্তার সাড়ে ৩ কিলোমিটার, পনাউল্লাহ বাজার-বন্দুয়া-আরএইচডি রামপাশা রাস্তার ৩ কিলোমিটার এবং এসডিআরআইআইপি প্রকল্পের আওতায় টেন্ডার হয়েছে বিশ্বনাথ-শ্রীধরপুর রাস্তার (এমপি রোড) ২ কিলোমিটার ও শ্বাসরাম-নাজির বাজার রাস্তার ২কিলোমিটার। দীর্ঘদিন ধরে উপজেলার জনগুরুত্বপূর্ণ এসব রাস্তা পুনঃসংস্কার না করায় বেহাল দশায় পরিণত হয়। ফলে চরম দূর্ভোগ পোহাতে হয় জনসাধারণকে। অবশেষে এই রাস্তাগুলো পুনঃসংস্কার কাজের দরপত্র আহবান করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ২০১৮-২০১৯ অর্থ বছরে গ্রামীণ রাস্তা ও কালভার্ট রক্ষণাক্ষেণ প্রকল্পের আওতায় এবার সিলেট জেলার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বেশ কয়েকটি রাস্তা পুনঃসংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
৯টি রাস্তার টেন্ডার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, টেন্ডার আহবান করা হয়েছে। অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হলে সড়কগুলোর সংস্কার কাজ শুরু হবে।
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, বর্তমান সরকারের ৫ বছরে সিলেট-২ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতায় অনেক নতুন রাস্তার পাকাকরণ ও পুরাতন রাস্তা একাধিকবার সংস্কার করা হয়েছে। ২০১৮-২০১৯ অর্থ বছরে গ্রামীণ রাস্তা ও কালভার্ট রক্ষণাক্ষেণ প্রকল্পে সিলেট জেলার মধ্যে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য তিনি আগামীতে দল ও মতের উর্ধ্বে উঠে সকলের সহযোগিতা কামনা করেন।
Sharing is caring!