সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : গত ৩০ আগস্ট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিলেট সফরে এসে বলেছিলেন, এখানে যেন নোঙর ছাড়া নৌকা, পাল ছাড়া নৌকা। যেখানে আওয়ামী লীগের কার্যালয় পর্যন্ত নেই সেখানে আওয়ামী লীগ জিতবে কেমনে? এক মাসের মধ্যে সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয় চাই।দলের সাধারণ সম্পাদকের নির্দেশমত কার্যালয় পাচ্ছে সিলেটের আওয়ামীলীগ।
এ কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় ইব্রাহিম স্মৃতি সংসদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে জানানো হয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিনে এই নতুন কার্যালয়ের কার্যক্রম শুরু করবে সিলেট আওয়ামী লীগ।
এদিকে কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ইব্রাহিম স্মৃতি সংসদকে সংস্কার করে নতুন রূপে সাজানো হয়েছে। সহস্রাধিক বর্গফুটের এই কার্যালয়ে আনা হয়েছে নতুন চেয়ার-টেবিলসহ প্রয়োজনীয় আসবাবপত্র। এদিকে এই কার্যালয় প্রস্তুতে যাবতীয় ব্যয় দেয়া হয়েছে কেন্দ্র থেকে।
কার্যালয়ের ব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন- কেন্দ্রের নির্দেশে দ্রুততম সময়ে আমরা কার্যালয় প্রস্তুত করেছি। ২৮ সেপ্টেম্বর শুক্রবার আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আমরা এই কার্যালয়ের কার্যক্রম শুরু করব। এখন থেকে দলীয় কার্যক্রম এখান থেকেই পরিচালিত হবে বলে জানান কামরান।
উল্লেখ্য, ২০০৬ সালের পহেলা ফেব্রুয়ারি গ্রেনেড হামলায় নিহত মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইব্রাহিম আলীর নামে এই স্মৃতি সংসদের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। এরপর থেকে কিছুদিন বিভিন্ন কার্যক্রম পরিচালিত হলেও গত কয়েক বছর ধরে সেখানে কোন কার্যক্রম ছিলনা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd