সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : নেত্রকোনার বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মানিক আজাদের বিরুদ্ধে এক বিধবা নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত রাতে উপজেলার কলেজ রোড এলাকায় ওই নারীর বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮ টার দিকে কলেজ রোডস্থ রহমতউল্লার নিজ বাড়িতে তার বিধবা কন্যাকে ধর্ষণের চেষ্টা চালায় চেয়ারম্যান। এক পর্যায়ে ওই নারী চিৎকার করলে এলাকাবাসী ও স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে।
এ সময় স্থানীয়দের গণধোলাই খেয়ে পালিয়ে যান বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ। খবরটি চেয়ারম্যান সমর্থকদের কানে গেলে তারা ক্ষিপ্ত হয়ে রহমতউল্লার বাড়িতে হামলা চালায় ও জিনিসপত্র ভাঙচুর করে।এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ
পরবর্তীতে খবর পেয়ে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সেই সাথে ভুক্তভোগী নারীর নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশি হেফাজতে দেন।
এ ঘটনায় রাতেই বিধবা নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। এ সময় তিনি সামাজিক স্বীকৃতিসহ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ ব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান বলেন, ‘নিরাপত্তার স্বার্থে ভিকটিমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মামলা গ্রহণ করা হয়েছে, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd