দুবাইয়ে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত কানাইঘাট প্রেসক্লাব সভাপতি বুলবুল

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮

ক্রাইম সিলেট ডেস্ক :: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী বাংলাদেশীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন কানাইঘাট প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক সিলেটের আওয়াজের সম্পাদক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল।

কানাইঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ ইউএই এর অায়োজনে তাবে সংবর্ধনা প্রদান করা হয়।

পরিষদের সভাপতি জুনেইদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি এখলাসুর রাহমানের পরিচালনায় দুবাইর অভিজাত এক হোটেলে অনুষ্টিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সম্মানিত সভাপতি শাহজান সেলিম বুলবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা রুকনুজ্জামান সিদ্দিকী ও সাইফুর ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মতিউর রাহমান, জয়নুল ইসলাম জিনুল, ফখরুল ইসলাম।

কার্যকরী পরিষদের সদস্য ছাড়া ও সভায় উপস্থিত ছিলেন দুবাই অবস্থানরত কানাইঘাট প্রবাসীরা।

সংবর্ধিত অতিথির বক্তব্য শাহাজাহান সেলিম বুলবুল বলেন, কানাইঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ নামের একটা পরিষদ আরব আমিরাতে হয়েছে আর সেই পরিষদের পক্ষ থেকে আমাকে আজ সংবর্ধনা দেওয়া হচ্ছে এর চাইতে বড় পাওয়া আমার কাছে আর নেই।

তিনি আরো বলেন, প্রবাস থেকে আপন জন্মভূমিতে জনকল্যাণ মূলক কাজ করা চিন্তা করা অনেকের ভাগ্যে জুটে না।আর যারা এইসব কাজ করতে একত্রিত হয় অথবা কাজ শুরু করে তাদের পিছনে একদল মানুষ আছে তাঁরা এইসব সমাজকল্যাণ সহ্য করতে পারেনা। তিনি বলেন আমি মনে করি এই পরিষদ একসময় কানাইঘাট কে দেশ বিদেশে একটি পরিচিত ও মডেল উপজেলা উপহার দিবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..