সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক :: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নামে চাঁদাবাজি সংক্রান্ত খবর প্রকাশের অভিযোগে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।
বৃহস্পতিবার যুবলীগের দফতর সম্পাদক মো. এমদাদুল হক ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য দুই আসামি হলেন, পত্রিকার প্রকাশক মাহবুবা চৌধুরী ও প্রতিবেদক রুদ্র মিজান।
ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা শুনানি শেষে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তেজগাঁও থানা পুলিশকে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২৭ সেপ্টেম্বর দৈনিক মানবজমিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘যুবলীগ নেতার চাঁদা দাবি, আঞ্জুমানের ভবন নির্মাণ বন্ধ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।
যেখানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও তার লোকজন কর্তৃক বেওয়ারিশ লাশ দাফনের প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে যে চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
পত্রিকাটি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরোধী পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা এ সংবাদটি প্রকাশ করেছেন, যা প্রকাশ হওয়ার মাধ্যমে বাদী, যুবলীগ এবং ইসমাইল চৌধুরী সম্রাটের ২০ কোটি টাকার সমপরিমাণ মানহানি ঘটেছে। মামলার আবেদনে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে জেল-হাজতে আটক রাখার দাবি জানিয়েছেন বাদী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd