সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর কালীঘাটে দুটি স্থানে প্রতিদিন বড় ধরনের জুয়ার আসর বসানো হয়। এসকল জুয়ার আসরের নেতৃত্বে রেয়েছে পুলিশ। জানা যায়, ছড়ার পারের বিএনপি নেতা শরিফ আহমদের এই দুই জুয়ার আসরে দৈনিক লক্ষ লক্ষ টাকা হারাচ্ছে কালীঘাটের লেবার শ্রমিকরা। শরিফ তিনি নিজেই নদীর ভরাট দখল করে একটি ঘর তৈরি করে বেপরোয়া ভাবে চালিয়ে যাচ্ছেন। জুয়ার আসরে থাকছে ভারতীয় শিলং তীর ও জানডুবান্ডু নামক জুয়া। এসকল জুয়া থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে শরিফ। এসবের নেতৃত্ব দিয়ে যাচ্ছে সিলেট কোতোয়ালী মডেল থানার স্টহল পুলিশ ও বন্দরবাজার পুলিশ ফাঁঁড়ির সদস্যরা।
নাম প্রকাশ না করার শর্তে এক লেবার জানান , শরিফ কালীঘাট এলাকায় সরকারি জায়গা দখল করে দুইটি ঘর নির্মান করে ওই ঘরে জুয়ার আসর চালান। পুলিশ দৈনিক এসে চাঁদা নিয়ে যায়। যার কারনে কালীঘাটের ব্যবসায়ীরা কোন প্রতিবাদ করতে পারেননি। যদি প্রতিবাদ করেন কেউ তাহলে শরিফ পুলিশ দিয়ে মামলায় ঢুকিয়ে দিবে।
স্থানীয় ব্যবসায়ীরা এখন একদম নিরুপায় হয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন। সেই সাথে ওই জুয়াড়িদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের শাস্তির দাবী জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd