সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর পূর্ব সাগরদিঘীরপারে মাদকব্যবসায়ী ও মাদকসেবীদের জমজমাট আস্তানা। সাবেক যুবলীগ নেতা মোক্তা ও ছাত্রলীগ নেতা মওদুদের দখলীয় একটি কলোনীতে মাদকসেবীদের এই আস্তানা গড়ে তুলেছে মাদক ব্যবসায়ী হারিছ , রহিম, মুজির, রস্তুম, তজম্মুল, নার্গিস-সহ একটি চক্র। এই আস্তানার সার্বিক পরিচালনায় রয়েছে হারিছের স্ত্রী দূর্দান্ত মাদক সম্রাজ্ঞী আবেদা। দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা ইয়াবা ফেনসিডিল-সহ রকমফের মাদকের চালান এসে জড়ো হয় এ আস্তানায়। পওে তা ছড়িয়ে দেয়া হয় সিলেট বিভাগের বিভিন্ন স্থানে।
মাদক ব্যবসাকে নির্বিঘেœ করার উদ্ধেশ্যে আবেদা ছাড়াও এই কলোনীতে জড়ো করা হয়েছে বিভিন্ন বয়েসের আরও নারী-শিমু ও পুরুষ। প্রতিবাদী স্থানীয় জনতাকে এদের দিয়ে নরী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার হুমকি দিয়ে থাকে আবেদা-সহ মাদক ব্যবসায়ীরা। কলোনীর দখলকাররা বাইরে থাকার সুযোগে কেয়ারটেকার হারিছ ও তার স্ত্রী আবেদাকে দিয়ে এ আস্তানা গড়ে তোলা হয়েছে। সিলেট কোতোয়ালী মডেল থানার লামাবাজার ফাঁড়ি পুলিশ এই আস্তানা থেকে নিয়মিত বখরা আদায়ের অভিযোগ রয়েছে স্থানীয়ভাবে।
নগরীর পূর্ব সাগরদিঘীর পাারস্থ এই মাদক আস্থানার কারনে নানা অপরাধ-অপকর্মের দিকে দাবিত হচ্ছে স্থানীয় যুবকরা। ইতোপূর্বে এ কলোনীকে ঘিরে ভার্সিটিছাত্র অপহরণ ও অব্যবসায়ী অপহরনের মত একাধিক ঘটনা ঘটে গেছে। এসব ঘটনায় নিয়মিত দুটি মামলা সিলেট কোতোয়ালী পুলিশের তদন্তাধীন রয়েছে।
এলাকার শান্তিকামী মানুষ মাদকসম্রাট হারিছ ও মাদকসম্রাজ্ঞী আবেদার এ আস্তানা উচ্ছেদে বর্তমান সরকার ও প্রশাসনের উর্ধতন কর্র্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও দ্রæততর পদক্ষেপ কামনা করছেন।-ক্রমশঃ
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd