সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিসিকের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ আগামী ৯ অক্টোবর থেকে দায়িত্ব গ্রহণ করবেন। সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ইংল্যান্ড সফর শেষে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে দেশে ফিরেছেন টানা দুই মেয়াদে নির্বাচিত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী।
দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ার পর চলতি ৫ সেপ্টেম্বর গণভবনে মেয়র হিসেবে শপথগ্রহণ করেছিলেন আরিফ। শপথ গ্রহণ থেকে তিনি সরাসরি পরিবারের সদস্যদের নিয়ে ইংল্যান্ডে চলে যান। সেখানে একটি কলেজে অধ্যয়নরত বড় মেয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন মেয়র আরিফ। পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত সিলেটি বংশোদ্ভূত কমিউনিটি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়ও করেন।
সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বলেন, মেয়র ইংল্যান্ড থেকে সিলেটে ফিরেছেন। আগামী ৯ অক্টোবর থেকে কাউন্সিলরদের সাথে নিয়ে নগরভবনে দায়িত্বগ্রহণ করার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ার কারণে আটকে যায় মেয়র পদে ফলাফল ঘোষণা। পরে ১১ আগস্ট স্থগিত কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শেষে আরিফুল হক চৌধুরীকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি ধানের শীষ প্রতীকে ৯২ হাজার ৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd