সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮
জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জে এক মাদ্রাসা ছাত্রকে নির্যাতন করে অনৈতিক কার্যকলাপের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি সুলতানপুর ইউনিয়নের নালুরচক গ্রামের মৃত নিসার আলীর ছেলে জয়নুর রহমান জয়নাল (৩২)।
শনিবার বিকেলের দিকে জকিগঞ্জ থানার এসআই মাহমুদুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্র জানিয়েছে, গত ৮ মে একটি মাদ্রাসা ছাত্রকে নির্যাতন করে অনৈতিক কার্যকলাপের চেষ্ঠা করে জয়নুর রহমান জয়নালসহ চার বখাটে। ঘটনা দেখে মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করতে নালুরচক মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মাসুদ এগিয়ে আসলে তার উপরও হামলা করে বখাটেরা। এ ঘটনায় ঐ ছাত্র বাদী হয়ে গত ১১ মে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। ঐ মামলার প্রধান আসামী জয়নুর রহমান জয়নাল।
মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই মাহমুদুল হাসান জানান, প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারেও সোর্স নিয়োগ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd