সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৮
স্টাফ রিপোর্টার :: আগামী সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে নির্বাচন করতে চান বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নায়বে আমীর ও সিলেট জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী।
এ উপলক্ষ্যে তিনি কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে সভা সমাবেশ করে চলেছেন।
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেবে বলে ঘোষণা দিয়েছে। স¤প্রতি পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী এ ঘোষণা দেন। আগামী নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান তিনি।
এ ঘোষনার পর থেকেই মাওলানা রেজাউল করিম সিলেট-৫ আসনে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশে কোন আইন নেই। আইনের শাসন নেই। যে যার ইচ্ছেমতো চলছে, লুটপাট করছে। এই সরকার ক্ষমতায় থাকার জন্য ইচ্ছেমতো আইন প্রয়োগ করছে।
তিনি আরও বলেন, সরকার ভীত হয়ে আছে। তাই ইভিএম সহ নানা বাহানা জুড়ে নির্বাচন করার পায়তারা করছে। সরকারের কোন বাহানাই কাজে আসবে না। আলাপ-আলোচনার মাধ্যমে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে সিলেট-৫ আসন থেকে আমি নির্বাচন করতে চাই। কানাইঘাট-জকিগঞ্জবাসী এখন পরিবর্তন চায়। বিগত ৫ বছরে এ জনপদের কোন উন্নয়ন হয়নি। অবহেলিত জনপদ হিসেবে রয়ে আছে। শিক্ষা, চিকিৎসা সহ মানুষের মৌলিক অধিকার কেউ বাস্তবায়ন করেনি। তাই সিলেট-৫ আসনের মানুষ এখন পরিবর্তন চায়। উন্নয়ন চায়। সুখে, শান্তিতে বাঁচতে চায়। আইনের শাসন চায়। একজন শান্তিপ্রিয় ও দক্ষ রাজনীতিবিদ এবং দেশপ্রেমীকে তারা তাদের নেতা নির্বাচন করতে চায়। তাই সবদিক বিবেচনা করে ও সিলেট-৫ আসনের গণমানুষের আশা আকাঙ্খার কথা চিন্তা করে তিনি নির্বাচনে অংশ নিবেন বলেও জানান।
বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি মাওলানা রেজাউল করিম জালালীকে নির্বাচনের অনুমতি দেয় ও মনোনয়ন প্রদান করে তাহলে তিনি এ আসনে খেলাফত মজলিসের বিজয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd