ক্রাইম সিলেট ডেস্ক :: হাটহাজারীতে ইয়াবা ব্যবসায়ী নাহিদা বেগম প্রকাশ ভাবিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০৩পিস ইয়াবা জব্দ করে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাহিদা বেগম(৩৮) এলাকায় লোক চক্ষুর অন্তরালে মাদকসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল অাস্তে অাস্তে তার অপকর্ম স্থানীয়রা জানতে পারলেও ভয়ে কেউ কিছু বলার সাহস করেনি, কিন্তু পুলিশের চোখকে এবার ফাঁকি দিতে পারেনি। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুমের অভিযানে হাতেনাতে ইয়াবাসহ ধরা পড়ে নাহিদা প্রকাশ ভাবি।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের কারকনের পাড়া এলাকার কাটাখালী গামী পাকা রাস্তা থেকে ঐ এলাকার সোলেমান হাজীর বাড়ির মৃত আব্দুল খালেকের পুত্র মোঃ জসিম উদ্দিন(২৫) কে আটক করে এ সময় তার কাছ থেকে ৫২পিস ইয়াবা জব্দ করে পরে তার স্বীকারোক্তিনুযায়ী একই পাড়ার চানমিয়া টেন্ডলের বাড়ির মোহাম্মদ হোসেনের স্ত্রী নাহিদা বেগম কে আটক করে এবং তার ঘরে আলমারিতে সংরক্ষিত একশ(১০০) পিস ইয়াবা জব্দ করে। নাহিদা বেগম এলাকায় ভাবি নামে পরিচিত বলেও সূত্রে জানা যায়।
অপরদিকে একই এলাকার কাটাখালী অানোয়ার ব্যাপারীর বাড়ির মৃত মুছার পুত্র মোঃ ওমর ফারুক(৩০) কে হাজী আব্দুল মোতালেব বাড়ির ঘাটা থেকে ৫১পিস ইয়াবাসহ আটক করে।
নাহিদা বেগম প্রকাশ ভাবিকে আটক করায় এলাকায় স্বস্তির কথা জানিয়েছে অনেকে।অভিযানে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শামিম শেখ, (অপারেশন)তৌহিদুল করিমসহ অনেক অফিসার অংশ নেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার জানান এটি মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশবিশেষ, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।