মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকা থেকে স্মৃতি আক্তার(১৪) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (৩০সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার পাঁচ নং ওয়ার্ডের রেলওয়ে কোয়ার্টারের একটি বাসার পিছনের ড্রেন থেকে স্মৃতি আক্তার এর মৃতদেহটি উদ্ধার করেছে পরিবার।পারিবারিক সুত্রে জানা যায়,কুলাউড়া পৌর এলাকার পাঁচ নং ওয়ার্ডের দক্ষিণ কলোনীর বাসিন্দা মৃত নুর আলম মিয়ার মেয়ে স্মৃতি আক্তার দীর্ঘদিন যাবত মৃগী রোগে আক্তান্ত ছিল।
কুলাউড়া থানার(এসআই)উপপরিদর্শক নুর হুসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
Sharing is caring!