সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: আসন্ন একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পাণীগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ২০ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব ও সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান গোয়াইনঘট প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। সভায় মাওলানা আতাউর রহমান বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম ২০ দলীয় জোটের অন্য শরীক দলের সাথে সার্বক্ষণিক সমন্বয় করে চলছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে সিটি কর্রপোরেশনসহ জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থীতার ক্ষেত্রে ছাড় দিয়ে আসছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর জৈন্তিয়া,গোয়াইনঘাট জনপদের মানুষ আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে। আমি জন্মমাটির মানুষের অধিকার আদায় এবং তাদের সুখ দুঃখের কথা বলতে একবার মহান জাতীয় সংসদে যেতে চাই। তিনি বলেন সমাজ সেবার ব্রত নিয়ে কাজ করছি। এলাকার মানুষের ভাগ্য উন্নয়য়ে কাজ করতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। গতকাল রোববার দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আয়োজনে গোয়াইনঘাট প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপত্বি করেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি হাফিজ তাজুল ইসলাম। সভায় মাওলানা গোলাম আম্বিয়া কয়েছে এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মাতন, মাওলানা আব্দুর রাজ্জাক,আজিজুর রহমান,সিফত উল্লাহ,আব্দুল মান্নান,মাসুদ আজহার,আব্দুল করিম দিলদার,জাকির হোসেন,মাসুম আল মাহদি,আবুল হাসনাত, হেলাল উদ্দিন,মাহফুজ আহমদ, মাসুক আহমদ,হাফিজ সোহাইব,মাওলানা উবায়দউল্লাহ,মর্তুজ আলী,আজির উদ্দিন প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd