গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮

গোয়াইনঘাট প্রতিনিধি :: ছাত্র জমিয়ত বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার কাউন্সিল ও কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা জমিয়তের আহবায়ক শায়খুল হাদীস মুফতী আব্দুর রহমান ক্বাসিমী’র উদ্বোধনী নসিহতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় কাউন্সিল ও কর্মী সম্মেলন।

মাওলানা কায়সান মাহমুদ আকবরীর সভাপতিত্বে ও দেলওয়ার হুসাইন ইমরান’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, গোয়াইনঘাট উপজেলা ২০দলীয় জোটের সদস্য সচিব ও গোয়াইনঘাট জমিয়তের দীর্ঘ দিনের সফল সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা ফরিদ উদ্দিন কয়েস, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা জমিয়তের সদস্য সচিব ও কারা নির্যাতিত মযলুম নেতা মাওলানা রফিক আহমদ মহল্লী প্রমূখ। কাউন্সিলে মাওলানা ফখরুল ইসলাম নোমানকে সভাপতি, দেলওয়ার হুসাইন ইমরানকে সাধারণ সম্পাদক, শাব্বির আহমদকে সাংগঠনিক সম্পাদক ও আল আমিন ইসলামকে প্রচার সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন উপজেলা জমিয়তের আহবায়ক মুফতী আব্দুর রহমান ক্বাসিমী। উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন, আব্দুল জব্বার শামিম, মাসুক মাহীন, কে এম হেলাল আহমদ, এমাদ উদ্দিন, সালেহ আহমদ, ক্বারী আল আমীন ইসলামপুরি, মুসলিম উদ্দিন, হাফিজ জয়নুদ্দীন প্রমূখ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে ও ক্বওমী স্বীকৃতি বাস্তবায়িত হওয়ায় সংশ্লিষ্ট সকলের শুকরিয়া আদায় করে মোনাজাত করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..