জাফলংয়ে সততা ষ্টোরের উদ্বোধন

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮

জাফলংয়ে সততা ষ্টোরের উদ্বোধন

গোয়াইনঘাট প্রততিনিধি :: সিলেটের গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল বলেছেন, শিক্ষার্থীদের বিদ্যাপীঠ থেকেই দুর্নীতির ব্যাপারে সচেতন করে তুলতে হবে। দেশে দুর্নীতি নামক বিষ বৃক্ষ স্বমূলে উৎখাতে সরকার মহা পরিকল্পনা নিয়েছেন। সমাজের সর্বস্থরের মানুষের সচেতনতাই পারে সমাজ থেকে দুর্নীতি নামক দানবকে হঠাতে।

তিনি আরো বলেন, দুর্নীতির প্রশ্রয় দেয়া হলে দেশের উন্নয়ন পিছিয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে জনসাধারণ। এই অবক্ষয় থেকে উত্তরণে সরকার নানা মুখি পদক্ষেপ নিয়েছেন। দুর্নীতির ব্যাপারে গণসচেতনতা সৃষ্টি করে আলোকিত সমাজ গড়ে তুলতে হবে।

রোববার (৩০ সেপ্টেম্বর) সিলেটের গোয়াইনঘাটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে সততা ষ্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিউল আলম সেলিমের সভাপতিত্ব ও ক্রীড়া শিক্ষক শাহজাহান সিরাজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. সারোয়ারদী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ কামাল, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মালিক প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোকাদ্দস মিয়া, সমাজ সেবক আব্দুস শহিদ, ব্যবসায়ী আব্দুল আহাদ, বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি মো. ফখরুল ইসলাম, মো. আইয়ুব আলী, বদরুল ইসলাম, শামীম আল-মামুন মনির, সাবেক অভিভাবক প্রতিনিধি ডা. নুরুল ইসলাম প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..