সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর বিভিন্ন স্থানে সড়ক দখল করে গড়ে উঠেছে যানবাহনের অবৈধ স্ট্যান্ড। অবৈধ স্ট্যান্ডের কারণে দুঃসহ যানজট থেকে রেহাই পাচ্ছেন না নগরবাসী। দিন দিন যানজট তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে। সচেতন মহল মনে করছেন, যানজট নিরসনে গুরুত্বপূর্ণ এলাকায় পরিকল্পিত পার্কিং ব্যবস্থা ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ না করা গেলে যানজট থেকে রেহাই মিলবে না।
ইদানীং নগরীর সবকটি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজটের। যানজটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্দরবাজার, সুরমা পয়েন্ট, পেপার পয়েন্ট, জিতু মিয় পয়েন্ট, মেডিকেল রোড, কীনব্রীজের দক্ষিণ মোড়, রেলগেইট, বাস টার্মিনাল রোড, বাবনা পয়েন্ট, হুমায়ূন রশীদ চত্বর, কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, ঢাকা-সিলেট সড়কের চন্ডিপুল, লালাবাজার, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজার সহ উপজেলার আরো অনেক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানবাহনের অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। আর এসব অবৈধ স্ট্যান্ডের কারণে এসব স্থানে যানজট তৈরী হচ্ছে। এসব স্থানে যানবাহন সড়ক দখল করে অবৈধভাবে স্ট্যান্ড গড়ে তুলেছে। নগরীর সড়কের মোড়ে মোড়ে গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড ও পার্কিংয়ের ব্যবস্থা। যার কারণে যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি তৈরি হচ্ছে যানজটের।
বিশেষ করে কাজিরবাজার ব্রীজ ও কীনব্রীজের দক্ষিণ মোড়ে চারটি স্থানে সড়কের উপর অবৈধভাবে স্ট্যান্ড করে গাড়ী দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করান শ্রমিকরা। কদমতলীতে পাঁচটি স্থানে সড়কের উপর অবৈধ স্ট্যান্ড করে যানবাহন দাঁড় করিয়ে যাত্রী উঠানো-নামানো হয়। এতে করে যানজটের তৈরী হয়। এসব এলাকায় যানজট বাধলে ২/৩ ঘন্টা সময় লাগে। তাছাড়া এসব স্থানে যানবাহনের চলাচলের বিশৃংখল আকার ধারণ করেছে। নিয়ম-নীতির কোনো তোয়াক্কা না করেই যে ভাবে পারছে গাড়ী পার্কিং করছে। সিলেট কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনালে সারাক্ষণই যানজট লেগে থাকে। এর কারণ হিসেবে সড়কের উপর আন্তঃজেলা বাসগুলো দিক পরিবর্তন করে এবং সড়কের উপর দাঁড় করিয়ে যাত্রী উঠানো-নামানো করে।
নগরীর জিন্দাবাজার থেকে আম্বরখানা যানজটের তীব্রতা আরো ভয়াবহ। বাজারে সড়কের উপর গাড়ী পার্কিং ও অবৈধ দোকানপাটের কারণে এ যানজটের কারণ বলে জানান নগরবাসী। যানজট নিরসনে সড়কের উপর থেকে গাড়ী পার্কিং না করা ও অবৈধ দোকানপাট উচ্ছেদের সময়সীমা নির্ধারণ করা হয়।
নগরবাসীকে যানজট মুক্ত রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ট্রাফিক ব্যবস্থা জোরদার ও সড়কের উপর থেকে যানবাহনের অবৈধ ষ্ট্যান্ড উচ্ছেদের কোন বিকল্প নেই।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd