সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা জনসমুদ্রে পরিণত

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮

ক্রাইম সিলেট ডেস্ক :: খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, ভোটের সময় সেনা মোতায়েনসহ বিভিন্ন দাবিতে দলটির জনসভা চলছে। রোববার দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

আজকের জনসভায় প্রধান অতিথি করা হয়েছে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। বিএনপির নেতাকর্মীদের সমাগমে পুরো সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে পড়েছে। বিভিন্ন জেলার নেতাকর্মীদের নিয়ে আসা ব্যানারে খালেদা জিয়াসহ সারা দেশের নেতাকর্মীদের মুক্তির দাবি করা হয়েছে।

নাজমুল হুদা আরো বলেন, ‘আজ বিএনপির সমাবেশ থেকে এমন দিকনির্দেশনা আসুক, যাতে করে সারা দেশের বিএনপির কর্মীরা উজ্জীবিত হয়। নেতাদের মুক্তির দাবিতে জ্বলে ওঠে। এই সরকারের চূড়ান্ত পতনের জন্য আমরা মাঠে নামতে চাই। চাই বাংলাদেশকে পরিবর্তন করতে।

গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশ বিএনপিকে আজ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ২২ শর্তে অনুমতি দেয়। এরপরই চলে সভা সফল করতে বিএনপির প্রস্তুতি।

এর আগে আজকের এই জনসভার তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করে বিএনপি। প্রথমে ২৭, পরে ২৯, এরপর আজ ৩০ সেপ্টেম্বর জনসভার কর্মসূচি পালন করছে দলটি।

জনসভার ঘোষণা দেওয়ার পর দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও ঢাকার আশপাশের নেতাদের সঙ্গে যৌথ সভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মূলত জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় বড় সভা করে নেতাকর্মীদের উজ্জীবিত করা ও নিজেদের অবস্থান জানান দিতে বিএনপির আজকের এই জনসভা। সেই জন্য ঢাকার আশপাশের জেলাগুলো থেকে দলের নেতাকর্মীদের সভায় অংশ নিতে নির্দেশ দিয়েছে হাইকমান্ড।

আজকের এই জনসভা দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা থেকে বিএনপির নেতাকর্মীরা সভাস্থলে এসে উপস্থিত হন। বিশেষ করে ঢাকার আশপাশের নেতাকর্মীরা সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় অবস্থান নেন। এ ছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে এসে হাজির হন।

বিএনপির নেতাকর্মীদের অবস্থানে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। যতদূর চোখ যায় শুধু বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেখা যাচ্ছে।

জনসভায় আসা নেতাকর্মীরা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন বহন করছেন। সকাল থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জনসভাস্থলে এসে হাজির হন।

এদিকে বিএনপির জনসভাকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। রাখা হয়েছে পুলিশের প্রিজনভ্যান, এপিসি, রায়ট কারসহ সাজোয়া যান। সতর্ক দৃষ্টি রাখছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, জনগণের চলাচলে ও জানমালের ক্ষতি হয় এমন কোনো কাজ যাতে কেউ করতে না পারে, সে জন্য জনসভা ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া বিএনপির আজকের জনসভা থেকে দলটির আগামী দিনের আন্দোলনের কর্মসূচির বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা, জাতীয় ঐক্যের বিষয়ে বিএনপির অবস্থানসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে বলে জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2018
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ খবর

………………………..