সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সুষ্ঠু নির্বাচনে বর্তমানে দেশে যে ব্যবস্থা আছে, এরচেয়ে উত্তম ব্যবস্থা করা সম্ভবপর নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার (১ অক্টোবর) দুপুরে সিলেটের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে না এলে দল হিসেবেই তাদের অস্তিত্ব থাকবেনা। আর এনিয়ে আওয়ামী লীগও চিন্তিত নয়।
এর আগে মত বিনিময় সভায় অর্থমন্ত্রী সিলেট অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ দিয়ে বলেন, সরকার বিদ্যুতের সরবরাহের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। সিলেটে চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহও করা হচ্ছে। তাই বিদ্যুৎ সম্পর্কিত গ্রাহকেরা কোন অভিযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকুরী থাকাই উচিত না।
সভায় অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি একে মোমেন, সিলেটের জেলা প্রশাসক নূমেরী জামান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd