বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পানি নিস্কাশনের সরকারি খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ, কালভার্ট নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান করেছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের রহমাননগর গ্রামের ৫৬জন স্বাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ স্বারকলিপি প্রদান করেন।
গ্রামবাসী স্বারকলিপিতে উল্লেখ করেন, রহমাননগর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী লাল মিয়া, ছুরত মিয়া, তুরন মিয়া, বাদশা মিয়া, আহমদ আলী ও সড়কের পাশে অন্যান্য বসবাসকারীরা প্রায় তিনশত বছরের পুরোনো পানি নিস্কাশনের সরকারি খাল দখল ও ভরাট করে বাড়ির বাউন্ডারি দেয়াল,দোকানঘর ও বসতঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে। এতে রহমাননগর গ্রামের মাঝখানে বৈরাগী-সিঙ্গেরকাছ সড়কের ওপর স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার ফলে ওই সড়কেন মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। খালের ওপর বাউন্ডারি দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ ২০১৭ সালের বর্ষাকালে সম্পূর্ণ বন্ধ করে দিলে রাস্তাটি প্রায় জলাশয়ে পরিণত হয়ে যায়। অবৈধভাবে দখল করে নেয়া সকল স্থাপনা উচ্ছেদ করে পানি নিস্কাশনের ব্যবস্থা, মরহুম মছদ্দর আলীর বাড়ির রাস্তার সামনে ও নূরুল ইসলামের বাড়ির রাস্তার সামনে কালভার্ট নির্মাণ এবং বৈরাগীবাজার-সিঙ্গেরকাছ সড়কে পানি নিস্কাশনের প্রয়োজনীয় স্থানে ড্রেন নির্মানের ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান।
Sharing is caring!