সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রাবেয়া আক্তার রুবি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ প্রদান উপলক্ষে ২৭টি ক্যাটাগরিতে নির্বাচন করা হয়। এরমধ্যে জেলা যাচাই-বাছাই কমিটির সভায় শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন রাবেয়া আক্তার রুবি।
তিনি সুনামগঞ্জ পৌর শহরের বলাকা আবাসিক এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংকার ফরিদ উদ্দিন আহমদের বড় মেয়ে। রাবেয়া আক্তার রুবি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকার গৌরব অর্জন করায় তাঁকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা চক্রবর্তী । পর্যায়ক্রমে তিনি বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের সাফল্য ধরে রাখতে অংশগ্রহণ করবেন। তিনি সকলের দোয়া ও আর্শীবাদ প্রার্থী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd