সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮
ফাহাদ হোসাইন :: আজ গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন। ইতিমধ্যে প্রস্তুত প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৪ স্তরের নিরাপত্তা বেষ্টনীর আওয়াতায় নেয়া হয়েছে পৌরসভার প্রতিটি এলাকা।
গতকাল মঙ্গলবার প্রতিটি কেন্দ্রে পৌছেছে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ ভোট গ্রহণের সব সরঞ্জামাদী। ৪জন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করছেন এ নির্বাচনে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্র ও ৫৯ ভোটকক্ষে পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করবেন ভোটাররা। মোট ভোটার সংখ্যা ২১হাজার ৬শত ৩২জন। তারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০হাজার ৯শত ৫৮জন ও মহিলা ভোটার সংখ্যা ১০হাজার ৬শত ৭৪জন। গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ব্যতীত আর কোন রাজনৈতিক দল ভোটের লড়াইয়ে মাঠে থাকছেন না তা আগেই পরিষ্কার হয়ে গেছে।
এ নির্বাচনে বিএনপি তাদের প্রার্থী দিলেও মনোনয়ন যাচাই বাছাইয়ে তাদের প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। এদিকে এ ভোটের লড়াইয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু ছাড়াও রয়েছেন তিন স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন, জগ প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রাবেল। মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন। তিনি এ পৌরসভার সর্বশেষ নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ছিলেন। নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম জানান, পৌর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য ৯জন প্রিজাইডিং অফিসার, ৫৯জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১১৮জন পোলিং নিয়োগ ও প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। এছাড়াও আইন শৃংখলা বাহিনীর মধ্যে ৪জন নির্বাহী এবং ১জন জুডিশিয়েল ম্যাজিষ্টেট মাঠে কাজ করবেন। ইতিমধ্যে পৌর এলাকার ৯টি ওয়ার্ড গোয়েন্দা নজরদারীতে রাখা হয়েছে যাতে কোন ধরণের অপৃতিকর ঘটনা না ঘটতে পারে।পৌর শহরের ভিতর দিয়ে নির্বাচনের ১২ ঘন্টা প‚র্ব থেকে সব ধরণের যান চলাচল বন্ধ করে দেয়া হবে বলে তিনি জানান। বিশেষ করে মোটর সাইকেল চলাচলের উপর আইনশৃংখলা বাহিনী ও গোয়েন্দাদের বিশেষ নজরদারী রয়েছে। আইন শৃঙ্খলাবাহিনীর মধ্যে পুলিশের ৩টি স্ট্রাইকিং ফোর্স, একটি মোবাইল টিম, ৩ প্লাটুন বিজিবি এবং র্যাব সদস্যের ৪টি চৌকস দল মাঠে সার্বক্ষণিক মাঠে এক যোগে কাজ করবেন। এছাড়া এনএসআই, ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠে থাকবেন। উল্লেখ্য, সর্বশেষ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছিলেন জাকারিয়া আহমদ পাপলু। এ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক প্রয়াত মেয়র সিরাজুল জব্বার চৌধুরী। নির্বাচনে সিরাজুল জব্বার চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করেন। গত ৩১ মে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করায় মেয়র পদটি শ‚ন্য হয়। শ‚ন্য পদে উপ-নির্বাচনে এবারো আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম রাবেল।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd