সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের বিরুদ্ধে মৃত্যু সনদের জন্য টাকা নেয়ার অভিযোগ ওঠেছে। এ নিয়ে স্থানীয় শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের শিক্ষক মো. কামাল উদ্দিন গতকাল মঙ্গলবার বিকেলে তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন।
এতে তিনি লেখেন, ‘আজকাল মৃত্যু সনদের জন্যও উপজেলা স্বাস্থ্য কমপেক্সকে টাকা দিতে হয়! তাহলে টাকা দিয়ে মৃত্যুও কিনতে পাওয়া যায়?’
তিনি অভিযোগ করে বলেন, আমি নিয়ম অনুযায়ী পৌরসভা থেকে একটি সনদ নিয়ে হাসপাতালে গিয়েছিলাম চিকিৎসকের সনদ নিতে। সেখানে চিকিৎসক শফিউর রহমান আমাকে পৌনে এক ঘণ্টা বসিয়ে রাখেন। পরবর্তীতে তিনি আমাকে সনদ দেয়ার জন্য ফরমালিটি আছে বলে কৌশলে টাকা দাবি করেন। আমি টাকা দিতে রাজি না হলে তিনি ফরমালিটি রক্ষা না করলে সনদ দিবেন না বলে জানান। পরে হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার পর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও বিকল্প মেডিকেল সার্ভিসের পরিচালক ফয়েজ আহমেদ বিষয়টি মিটমাট করে সনদ নিয়ে দেবেন বলে আশ্বস্ত করেন। আবার হাসপাতাল যাওয়ার পর ওই চিকিৎসকের সামনে ফয়েজ আহমেদ জানান সনদ বাসায় পৌঁছে দেয়া হবে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ডা. শফিউর রহমান বলেন, সনদের জন্য টাকা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উল্টো ওই শিক্ষক আমার সঙ্গে অশোভন আচরণ করেছেন যেটি ক্ষমার অযোগ্য।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd