সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। সরেজমিনে ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডেই ভোটাররা স্বতস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছে।
ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারদের উপস্থিতি লক্ষনীয়। বেলা পৌণে ১২ টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা জোরদার রাখতে আইন শৃঙখলাবাহিনীর কড়া নজরদারি রয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা জানান, এ উপজেলার প্রায় সবক’টি কেন্দ্র সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হচ্ছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
গোলাপগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে ৪ জন ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করছেন। পুলিশের ৩টি স্ট্রাইকিং ফোর্স ও পুলিশের একটি মোবাইল টিম দায়িত্ব পালন করছে। এছাড়া বিজিবির ৩ প্লাটুন সদস্য এবং র্যাবের ৪টি মোবাইল টিম সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd